মোঃ নাঈম হোসেন পলোয়ান
। ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধিঃ
শুরুতে ধর্মীয় কার্যক্রম অর্থাৎ ওয়াজ মাহফিলের আয়োজন দিয়ে যাত্রা শুরু করে ফরিদগঞ্জের মিরপুর গ্রামের তরুণ সমাজ সংগঠনটি। ধীরে ধীরে মানুষের আস্থা অর্জনের ফলে ক্রমান্বয়ে বিত্তবানদের দান অনুদানের পরিমাণ বাড়তে থাকে। ফলে সমৃদ্ধ হয় সংগঠনের কোষাগার। বর্তমানে সংগঠনটি ওয়াজ মাহফিলের আয়োজনের পাশাপাশি সামাজিক কাজেও অংশ নিচ্ছে ভালো ভাবে।
অসহায় দরিদ্র পরিবারের সন্তানদের পড়াশোনা, অসুস্থ রোগীদের চিকিৎসা, অসহায় পরিবারের মেয়ের বিবাহ তহবিল সহ প্রায় সকল ধরনের সামাজিক কাজে অংশ নিচ্ছে বর্তমানে মিরপুর গ্রামের এই সংগঠনটি। তারই ধারাবাহিকতায় ৩ রা জানুয়ারী শুক্রবার সকাল দশটায় প্রায় ২০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি মমিনুল ইসলামের সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ এ আর রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আবু তাহের। বিতরনকালে তিনি বলেন, এই সংগঠনটি শুরুতে মিরপুর কেন্দ্রিক কাজ শুরু করলেও ধীরে ধীরে মানুষের আস্থা অর্জনের কারনে বিভিন্ন যায়গায় কাজ শুরু করেছে। প্রতিনিয়ত আমরা অনেক সংগঠন সৃষ্টি হতে দেখি কিন্তু বেশিদূর যেতে পারে না, অকালেই বন্ধ হয়ে যায়। এই সংগঠনটি ওয়াজ মাহফিল দিয়ে শুরু হলেও বর্তমানে অসহায় দরিদ্র মানুষের সামাজিক সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস উদ্দিন খোকন, সংগঠনের উপদেষ্টা সেলিম তালুকদার, মোক্তার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক নাছির বরকন্দাজ সহ প্রমুখ। বিতরণ কালে সাধারণ নারীদের পর্দার কথা বিবেচনা করে অনুষ্ঠানস্থলে আনা হয়নি। প্রত্যেক বাড়ির প্রতিনিধিদের মাধ্যমে নারী সুবিধাভোগীদের ঘরে ঘরে কম্বল পাঠিয়ে দেওয়া হয়।