
মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার
৩১ ডিসেম্বর, মঙ্গলবার রোটারী ক্লাব অব ঢাকা আধুনিক এবং প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের কার্যালয়ে এলাকার দুস্থ ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করেন রোটারী ক্লাব অব আধুনিক ঢাকার সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান পরিচালক (সার্ভিস)মোহাম্মদ মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও প্রধানশিক্ষক মো: আশরাফুজ্জামান, দপ্তর সম্পাদক মো: জামাল উদ্দিন, ট্রেজারার মো: কামরুল হাসান, সেমিনার ও লাইব্রেরী সম্পাদক এস এম ওয়াজেদ আলী, প্রচার সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল আমিন মুক্তা,নির্বাহী সদস্য মো: মহাবুল হাসান মুনা, সহায়ক পর্ষদের সভাপতি মো: রাকিবুজ্জামান, ট্রেজারার মো: সবুজ হোসেন, সদস্য মাহিনুজ্জামান, মোস্তাফিজুর রহমান তীব্রসহ অন্যান্য সদস্যবৃন্দ।