ষ্টাফ রির্পোটার :
চট্টগ্রাম বন্দর নগরী বায়োজিদ থানাধীন এলাকায় অক্সিজেন চত্বর পাশে অক্সিজেন কোম্পানি মাঠ নামে পরিচিতি, এই মাঠে এলাকার শত শত শিশু কিশোর দের খেলার মাঠ। দুপুর ঘনিয়ে বিকাল বেলায় শিশু কিশোর দের খেলার মাঠে খেলাধুলা মেতে উঠে শত শত শিশু কিশোর।
তবে, সন্ধ্যা ঘনিয়ে আসা মাএ জুয়ার মাদক ব্যাবসা সহ নানা ধরনের অপরাধ মূলক কর্ম কান্ড চলে আসছে এই মাঠে বলে জানান ,অএ এলাকার লোকজন। প্রতিনিয়ত অক্সিজেন মোড়ে হয়ে থাকে চুরি চিন্তায় ইভটিজিং সহ নানা ধরনের অপরাধ, এ যেন অপরাধের স্বর্গরাজ্য এই অক্সিজেন কোম্পানি খেলার মাঠ। ৫ ই জানুয়ারি ২০২৫ নতুন বছরের পর্দাপন কে কেন্দ্র করে গড়ে উঠেছে হস্ত বস্তু ও কুটির শিল্প ২০২৫ মেলা, মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে রমরমা ষ্টল বানিজ্য ।
মেলা উদ্বোধনের পূর্বে গত ৩১ ই ডিসেম্বর আনুমানিক বিকেল ৫ ঘটিকা সময় মেলার ভাগবাটোয়ারা নিয়ে ত্রি – মুখি সংঘর্ষ ঘঠনা ঘটে। তথ্য সূএে জানা যায়, বহিস্কৃত কৃষক দলের সদস্য শাহ আলম গ্রুপ ও বহিস্কৃত ছাএদলের নেতা সাইফুল গ্রুপের অনুসারী ( সেভেন দেলু) ও জামাতের নেতা ৮- মার্ডার আসামি সাজ্জাদ গ্রুপের বাবলা সরওয়ারের অনুসারীর সাথে ত্রি- মুখি সংঘর্ষ ঘটে অক্সিজেন চত্বরে।
এতে সেভেন দেলুর হাতে মেলা পরিচালক আলমগীর আহত হন, গত নভেম্বর২০২৪, পুলিশের গাড়ি ভাংচুর মামলা গ্রেফতার হয়, জামিনে মুক্তি পেয়ে ( সেভেন দেলু আরো বেপরোয়া হয়ে উঠে, অক্সিজেন চত্বর বিভিন্ন চাঁদাবাজি, দখল বানিজ্য সহ নানা অপকর্মের লিডার দেলু প্রকাশ ( সেভেন দেলু) জানান গণমাধ্যম কে মেলার আরেক আয়োজক সুমন। সরজমিনে গিয়ে দেখা যায় , পাশে রয়েছে রাঙ্গামাটি, হাটহাজারী বাস টার্মিনাল । তাছাড়াও রয়েছে শিল্পকারখানা সহ নানা প্রতিষ্ঠান।
এই বিষয় জানতে চাইলে, হস্ত বস্তু কুটির শিল্প মেলার আয়োজক, মো নজরুল, আলমগীর, ও মো, সুমন সাথে, গণমাধ্যম কে জানান, মেলার জন্য যে ষ্টল বানিজ্য সত্যিতা শিকার করেন, আরো জানান, প্রতি ষ্টল ৬০ হাজার থেকে ৭০ হাজার পর্যন্ত বরাদ্দ দেওয়া হয়েছে। ষ্টল বরাদ্দ দেওয়া বিষয় নিয়ম বা অনুমোদন আছে কিনা জানতে চাইলে এড়িয়ে যায় আয়োজকরা।
পরক্ষণেই মো, সুমন গণমাধ্যমকে জানান,ষ্টল বরাদ্দ দিয়ে টাকা নিতে হবে কারণ মেলার অনুমোদন আনতে জেলা প্রশাসক, পুলিশ,ও সিটির মেয়রের অনুসারীকে মোটা অংকের টাকা দিতে হয়েছে তাছাড়া প্রতিদিন ১০ হাজার টাকা করে দিতে হবে, জামাতের নেতা ৮ মার্ডার আসামী সাজ্জাদ খান ও বাবলা সরওয়ার কে। এরপর আছে বায়োজিদ থানার যুবদলের সভাপতি প্রার্থী ইসমাইল হোসেনকে ও দৈনিক একই হারে চাঁদা দিয়ে দিতে হবে বলে এমনটা জানান, ইসমাইল হোসেন কে, এমন প্রশ্নের জবাবে মেলার আরেক আয়োজক মোঃ আলমগীর বলেন ইসমাইল হোসেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি জনাব এরশাদ উল্যার গ্রুপের অনুসারী বলে জানান, এই দিকে চট্টগ্রাম – ৮ আসনের সম্ভাব্য বিএনপি মনোনয়ন প্রার্থী আবু সুফিয়ানের অনুসারী বায়োজিদ থানার যুবদলের নেতা মো, মনজু নাম ও উঠে এসেছে। উল্লেখ্য ,নাম প্রকাশে অনিচ্ছুক বায়োজিদ থানার যুবদলের নেতা বলেন, চট্টগ্রাম আওয়ামী লীগের অর্থ যোগান দাতা ও দোসর শাহাবুদ্দিন ডেকোরেশন মালিক শাহাবুদ্দিন হস্ত বস্তু কুটির শিল্প মেলার মুল যোগান দাতা গোপন ভাবে।
শুধু তাই নয় ছাএ আন্দোলনের সময় ছাএদের উপর হামলার অর্থ ও দেশী অস্ত্র যোগান দাতা এই শাহাবুদ্দিন। এরই মধ্যে সুশীল সমাজের মাঝে এক কানা ঘষা শুরু হয়েছে, সুশীল সমাজের দাবী এই রকম একটা স্থানে কিভাবে সিটি করপোরেশনের মেয়র ও জেলা প্রশাসক মহোদয় মেলা করার অনুমোদন দিতে পারে? যে খানে ২৪ ঘন্টা অক্সিজেন মোরে কোন না কোন অপরাধ মূলক কর্ম কান্ড হচ্ছে। তাছাড়া এখানে হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলা চললে আমাদের মা-বোন বিভিন্ন স্কুল কলেজের ছাত্র -ছাত্রীদের আগম গঠবে, তাদের নিরাপত্তার দায়িত্ব কি জেলা প্রশাসক মহোদয় নিবে, নাকি সিটি করপোরেশনের মেয়র ডাঃ মোঃ শাহাদাৎ হোসেন নিবে?
এখন সুশীল সমাজের একটাই দাবি ও আহ্বান করছেন জেলা প্রশাসক ও সিটির মেয়র ডাঃ মোঃ শাহাদাৎ এর কাছে এই মাঠে যেন হস্ত বস্ত্র ও কুটির শিল্প মেলার বন্ধের আদেশ দেন।
Wow, this article is amazing! Your writing style is so engaging and kept me hooked from start to finish. The topic is so relevant and helpful. Keep creating!