ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি
ঈদগাঁওতে বিজয় মেলার নামে বেহায়াপনা,অশ্লীলতা, অসামাজিক কার্যকলাপ ও জোয়ার আসর বন্ধে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে লিখিত আবেদন প্রদান করেছেন উপজেলার সর্বস্তরের জনসাধারণ। ৩০ ডিসেম্বর লিখিত আবেদন সূত্রে জানা যায়, কক্সবাজারে ঈদগাঁও উপজেলায় একটি বিজয় মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ মেলা ও অনুষ্ঠানে যুবক-যুবতী ও কিশোর কিশোরীসহ সাধারণ জনগণের ক্ষতির দিকে সদয় দৃষ্টি রেখে নীতি নৈতিকতা বিবর্জিত ক্রিয়া-কলাপ,যেমন নাচ, অশ্লীল গান,বাদ্যযন্ত,জোয়ার আসর,বিশেষ করে উঠতি যুবক-যুবতীর নৈতিক চরিত্রের অবক্ষয় রোধ ও মানবতা রক্ষার্থে উক্ত বিজয়মেলা বন্ধ করার জন্য জনসাধারণের পক্ষ থেকে আপনার নিকট আকুল আবেদন জানানো হচ্ছে।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে চলতি বছরে ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত বিজয় মেলায় বড় ধরনের মারামারি ও দুর্ঘটনা সংগঠিত হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে আগামীতে অনুষ্ঠিতব্য বিজয় মেলাতে ও বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা, আশঙ্কা দেখা যাচ্ছে এবং জানমালের নিরাপত্তার ঝুঁকিও রয়েছে। বিধায় এ ধরনের মেলা ও অন্যন্য অনুষ্ঠানের অনুমতি না দেওয়ার জন্য সর্বসাধারণের পক্ষ থেকে জোর আবেদন রইল। এ আবেদন পত্রেই একাধিক ব্যাক্তি স্বাক্ষরও করেছেন।