১৩৭. আমি কোনো দলের পক্ষে বা বিপক্ষে আসলে এমনটি নই, আমি সবসময় সুন্দর বিষয়ের পক্ষের একজন লেখক। কোনো মন্দ আদর্শ আমি কখনও লালন করি নাই। সবাই আমার জন্য দোয়া করবেন।
১৩৮. শতভাগ প্রমাণ হয়েছে। আমাদের দেশে কেউ প্রকৃত রাজনীতিবিদ নন। সবার মাঝে যেমন রয়েছে স্বজন প্রীতির তেমনি রয়েছে দুর্নীতি । অনেকের ভিতরে প্রতিহিংসা রয়েছে। কেউ কেউ তো দিবা ডাকাত। এমনকি অনেক নেতানেত্রী তো প্রকাশ্যে ভূমি দস্যু। জল দস্যু। এমনকি অনেকেই খুন খারাপির সাথেও জড়িত পর্যন্ত ।
১৩৯. আমাদের দেশের সচিব, যুগ্ম সচিব, উপ – সচিব গুলোর ঢিলেঢালা কাজ দেখে এবং নিলজ্জের মত ওদের ঘুস খাওয়া দেখে আমার কাছে মনে হয়, ওরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের লেবার গুলো থেকেও অযোগ্য। এরকম অদক্ষদের সাথে পবিত্র নারীরা বউ হয়ে ওদের সংসার করে কিভাবে, ভেবে পাচ্ছি না।
১৪০. সকল মানুষের প্রথম চাওয়া হলো,দুনিয়াবি সুখী হওয়া। ১৪১. বাংলাদেশে কখনও গৃহযুদ্ধ লাগবে না। গৃহযুদ্ধ সেইসব দেশে লাগে, যেসকল দেশের নাগরিকদের মাঝে দেশপ্রেম আছে। আমরা সবাই হলাম আপন লাভের পাগল। ১৪২. একজনের পরাজয় দেখে আমরা অট্রহাসি দিতে পছন্দ করি বেশি। অথচ একজনের বিজয়ে যেন মুখটা লুকিয়ে রাখি। ১৪২. আমাদের দেশের নব্বই ভাগ পুরুষেরা বিয়ে করার পর তারা মনে করেন, ঘরের স্ত্রীর কাছেই সকল সুখ শান্তি ভালোবাসা পাওয়া যায়। আসলে তা নয়। ঘরের স্ত্রী হলো সকল প্রকার ক্ষুধা নিবারণ করার আশ্রয়স্থল মাত্র। সুখ শান্তি ভালোবাসা ভুল জায়গায় খুজতে গিয়ে তারা সবাই পেরেশানের মাঝে আছে। প্রকৃত ভালোবাসা আত্মীয় এবং প্রতিবেশির মাঝে আছে। আত্মীয় বিমুখ স্বামী স্ত্রী তারা এসব বুঝবে না।
১৪৩. আমাদের ব্যক্তি সভ্যতাই পারে আগামী প্রজন্মকে একটি সভ্য সমাজের বাসিন্দা করে দিতে।
১৪৪. সাহস থাকলে তুমি জিতে যাবেই। হেরে যায় শুধু শক্তিহীনেরা।
১৪৫. অদেখা স্রষ্টার চেয়েও মানুষেরা সমাজে বড় হতে পারে। তাদের মানবতা ও মনুষ্যত্ব ছড়িয়ে দিয়ে।
১৪৬. আপনার মাথায় যদি ভালো চিন্তা ও সৎ জ্ঞান থেকে থাকে, তাহলে ঐ বিষয়টি খোঁজে দেখুন। একজন বুদ্ধিজীবী কেন আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে লেখালেখি করছে। কারো ভয়ে নয়। যারা নীতিতে অটল। তারা সবসময় সত্যি বিষয় নিয়ে লিখবেন।
১৪৭. দেশের বেকারত্ব দূর করতে না পারলে, ছিনতাই চাঁদাবাজি, চুরি, ডাকাতি শুধু আইন করে। ঘনঘন পুলিশ নিয়োগ দিয়ে, কোনো ভাবেই বন্ধ করা সম্ভব নয়।
১৪৮. পৃথিবীতে সবচেয়ে দামি কথাটি হলো, কেউ বুক পেতে বলে এখানে ঘুমিয়ে যাও। আর কেউ ঘুমন্ত কাউকে জাগিয়ে বলে এখান থেকে সরে যাও। ১৪৯. মানুষ মাত্রই সবাই একধরনের মানসিক রোগী। কেউ পীর সাজে কেউ চোর সাজে, কেউ মিষ্টি বেশি পছন্দ করে, কেউ পছন্দ করে ঝাল ।
১৫০. স্বাধীনতার তেপ্পান্ন বছর পর আজকে এই দেশে আর কেউ রাজাকার নয়। এই নামে একজন আরেকজন কে গালি না দেবার আহ্বান করছি।