সুজন মাহমুদ
(গাংনী প্রতিনিধি)
মেহেরপুর সদর রাইজিং’ শিরোনামে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং সমাজের নানা অনিয়ম দূর্নীতি অসংগতি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের লক্ষ্যে মেহেরপুরে মতবিনিময় সভা করেছে জাতীয় নাগরিক কমিটি। বুধবার (২৫ডিসেম্বর) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক নাইম আহমেদ, মেসবাহ কামাল, সদস্য এডভোকেট শাকিল আহমেদ। এসময় মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, ছহিউদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাপক মহাসিন আলী আঙ্গুর, সিনিয়র সাংবাদিক রফিকুল আলম, ছাত্রনেতা হাসনাত জামান সৈকত, আসিক রাব্বি, তামিম, খন্দকার মুইজসহ স্থানীয় শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, শিক্ষক, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী, আলেম, শ্রমিক, কৃষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবিরা উপস্থিত ছিলেন।