প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১০:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ
কুষ্টিয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
বুধবার ( ১৮ ডিসেম্বর’২৪ খ্রি.)
তারিখ সকাল ০৮:৩০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়। জেলা পুলিশের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যগণ মাস্টার প্যারেডে অংশগ্রহণ করেন।
প্যারেড পরিদর্শন শেষে সম্মানিত পুলিশ সুপার মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন। তিনি জেলা পুলিশের সকল সদস্যদেরকে মহন বিজয় দিবসের শুভেচ্ছা জনান এবং ডিসিপ্লিন মেনে পেশাদারিত্বের সাথে নিজ নিজ দায়িত্ব পালনে ব্রতী হওয়ার জন্য আহ্বান জানান।মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ আতোয়ার রহমান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
এরপরে সকাল ১০.০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স সভা কক্ষে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পলাশ কান্তি নাথ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এর সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
কল্যান সভার প্রক্কালে পূর্বের চাহিদার ভিত্তিতে কুষ্টিয়া সদর মডেল থানা ও খেকসা থানার অনুকূলে বরাদ্দকৃত পিকাপ গাড়ির চাবি হন্তান্তর করেন পুলিশ সুপার মহোদয়।
কল্যাণ সভায় বিগত মাসের কল্যাণ সভায় প্রস্তাবিত কল্যাণমূলক প্রস্তাবসমূহ অনুমোদনক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে জেলা পুলিশের সকল থানা-ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কল্যাণসভা শেষে বেলা ১৩.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পলাশ কান্তি নাথ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) এর সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান, মহোদয়। অপরাধ পর্যালোচনা সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা , অফিসার ফোর্সদের রোলকলের মাধ্যমে নিয়মিত ব্রিফ প্রদান, ড্রেসরুল যথাযথভাবে প্রতিপালন, অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ, মিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা ও স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ আতোয়ার রহমান, সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, জনাব আব্দুল খালেক, জেলার পুলিশ অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক গন, সকল থানার অফিসার ইনচার্জ গন ,অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা, ডিআইও-১ জেলা বিশেষ শাখা,কোর্ট পুলিশ পরিদর্শক, পুলিশ পরিদর্শক (শহর ও যান), আরআই কুষ্টিয়া পুলিশ লাইন্স, প্রমুখ ।