কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়া জেলা কারাগার থেকে পলাতক সাব্বির ইসলাম (২৪) নামের এক আসামিকে শহরের সাদ্দাম বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।
রবিবার (১৫ ডিসেম্বর) দূপুরের দিকে শহরের সাদ্দাম বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাব্বির ইসলাম কুষ্টিয়া পৌর এলাকার ত্রিমোহনী ক্যানেল পাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে।
উল্লেখ্য, গত ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের ২দিন পর ৭ আগস্ট দূপুরের দিকে জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে সাজাপ্রাপ্ত ও বিচারাধীন বিভিন্ন মামলার ৯৮ জন হাজতি ও কয়েদীকে পলায়ন করতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ১৫ ডিসেম্বর দুপুরে কুষ্টিয়া শহরের সাদ্দাম বাজার এলাকায় এএসআই গোলাম আক্তার ও শেখ শাহীন অভিযান চালিয়ে জেল পলাতক আসামি সাব্বির ইসলাম (২৪)'কে গ্রেফতার করেন।
এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেহাবুর রহমান শিহাব জানান, ৭ আগস্টের জেল থেকে পালানো আসামিদের গ্রেফতার করতে পুলিশ বিশেষ অভিযান শুরু করে। এরই ধারাবাহিকতায় রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সাদ্দাম বাজার এলাকা অভিযান চালিয়ে তিনটি মামলার আসামি সাব্বির ইসলামকে গ্রেফতার করা হয়।
কুুষ্টিয়া জেল সুপার আব্দুর রহিম জানান, পুলিশ এধরনের কোন রিপোর্ট করেনি বা আসামী দেয়নি। এপর্যন্ত কতজন জেল পলাতক আসামি গ্রেফতার হয়েছেন সেবিষয়ে জেল সুপার কোন তথ্য দিতে পারেনি। তবে ১০৫ জন আসামি পালিয়েছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত