[𝟏𝟔 𝐃𝐞𝐜𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟒]
আজ ১৬ ডিসেম্বর ২০২৪ মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান।
দিনের শুরুতেই ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয় এবং সূর্যোদয়ের সাথে সাথে প্রথমেই পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা এরপর পুষ্পস্তবক অর্পণ করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান। এছাড়াও বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সকল সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান, স্কুল ও কলেজের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সর্ব স্তরের সম্মানিত নাগরিকবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন শেষে বিজয় দিবস মেলার উদ্বোধন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়।
এ সময় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) [পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত] জনাব মোঃ রুহুল আমীন, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ নাজমুল আলম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।