প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৪, ৫:০১ অপরাহ্ণ
বীরগঞ্জে জমি চাষের সময় ট্রাক্টরের নিচে পড়ে শিশুর মৃত্যু
নবদেশ২৪ স্টাফ রিপোর্টার রাব্বি
বীরগঞ্জে ট্রাক্টর দিয়ে জমি চাষ করার সময় নিচে পড়ে পিষ্ট হয়ে জুনায়েদ (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ১৫ ডিসেম্বর আনুমানিক দুপুর বেলা বারোটার সময় দিনাজপুর জেলা বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের আরাজী লস্করা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের সুমন ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল দুপুরে গ্রামের বজরুল ইসলামের ললজমিতে ট্রাক্টর দিয়ে জমি চাষ করা হচ্ছিলো। এ সময় বাবু গিয়ে ট্রাক্টরের হালের ওপর চড়ে বসে।
পরে পা পিছলে হালের নিচে পড়ে যায় এবং চালক ট্রাক্টর রেখে পালিয়ে যায় বেশ কিছুক্ষন হয়ে গেলে জমিতে ট্রাক্টর স্থির অবস্থা দেখে এলাকার লোক সন্দেহজনক মনে করে ট্রাক্টরের কাছে এসে দেখে নিচে পরে পিষ্ট হয়ে পরে আছে মরদেহ। কীভাবে সে হালের ভেতর ঢুকে গেছে, কেউই বলতে পারছেন না।
চালকের অজান্তে শিশুটি হালের ওপরে উঠে পিছলে পড়ে ভেতরে ঢুকে গেছে বলে ধারণা করছেন স্বজনেরা। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত