প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ২:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৪, ২০২৪, ৩:২৬ অপরাহ্ণ
শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষ্যে পুস্পস্তবক অর্পণ করলেন আরএমপি’র পুলিশ কমিশনার মহোদয়
শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষ্যে পুস্পস্তবক অর্পণ করলেন আরএমপি'র পুলিশ কমিশনার মহোদয়
*****
আজ ১৪ ডিসেম্বর ২০২৪ ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’। এ দিবস উপলক্ষ্যে সকাল ১০ টায় শহিদ স্মৃতিস্তম্ভে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে পুস্পস্তবক অর্পণ করেন।
পরবর্তীতে বেলা সাড়ে ১০ টায় পুলিশ কমিশনার মহোদয় জেলা প্রশাসন, রাজশাহী কর্তৃক আয়োজিত ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ ২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহীতে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ গ্রহণ করেন।
পুস্পস্তবক অর্পণকালে আরো উপস্থিত ছিলেন জনাব অনির্বান চাকমা, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত, সাময়িক দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হক, বিপিএম, পিপিএমসহ আরএমপি'র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত