শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ উপলক্ষে পুলিশ সুপার জয়পুরহাটের শহীদের প্রতি গভীর শ্রদ্ধা স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা :
অদ্য ১৪ই ডিসেম্বর, ২০২৪ শহীদ বুদ্ধিজীবী দিবস। সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় জয়পুরহাট জেলা পুলিশ দিনটি পালন করছে।
জয়পুরহাট জেলার চকবরকত ইউনিয়নের পাগলা দেওয়ান বধ্যভুমি এবং বম্বু ইউনিয়নের কড়ই-কাদিপুর বধ্যভূমিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত পুষ্পস্তবক অর্পণ এবং আলোচনা সভায় জয়পুরহাট জেলা পুলিশের পক্ষ উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার জনাব মুহম্মদ আবদুল ওয়াহাব মহোদয়।