র্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে অভিনব কায়দায় মাদকদ্রব্য পরিবহনকালে ১০৫ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ০১ টি প্রাইভেট কার জব্দ।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। র্যাব-১২, সদর কোম্পানি, সিরাজগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল র্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, প্রাইভেট কারযোগে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা বহন করা হচ্ছে। সেই মোতাবেক মোহাম্মদ কামরুজ্জামান পিপিএম, অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় র্যাব-১২, সদর কোম্পানি কমান্ডার এর নেতৃত্বে ঢাকা-বগুড়া মহাসড়কে একটি অস্থ্ায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্ট চলাকালে আসামি তার প্রাইভেট কারসহ পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আভিযানিক দলটি অদ্য ১০ নভেম্বর ২০২৪ খ্রি. রাত ০৪.৫০ ঘটিকায় ‘‘সিরাজগঞ্জ জেলার সদর থানাধীন পঞ্চসারটিয়া সাকিনস্থ পঞ্চসারটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাঁকা রাস্তার উপর” একটি প্রাইভেট কার আটক করতে সক্ষম হয়, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-১৫-৮৬১৭, ইঞ্জিন নং-৪অঐ৭৩৮২৫৭, চেসিস নং-অঞ২১০-০০৩৩২৩৬ হতে অভিনব কায়দায় (ধৃত আসামির প্রাইভেট কারের ব্যাক ডালার নীচে মালামাল রাখার জায়গায় খাকি কসটেপ ও পলিথিন দিয়ে মোড়ানো) লুকানো অবস্থায় ১০৫ কেজি নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে আসামি মোঃ নুরুজ্জামান @ কমল (৪৩), পিতা-মৃত নুর হোসেন, স্থায়ী সাং-হরিন্দী (জাফর মীরের পাশের বাড়ি), থানা-শ্রীপুর, জেলা-মাগুরা, বর্তমান সাং-সানারপাড় (কান্দার পাড় রাজদের বাড়ীর ভাড়াটিয়া), থানা-সিদ্ধীরগঞ্জ, জেলা-নারায়নগঞ্জকে আটক করা হয় এবং মোঃ আলমগীর @ আলম (মোবাঃ ০১৮২৩-১৪৬৬৪৪), পিতা-অজ্ঞাত, মাতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা-রামগঞ্জ, জেলা-লক্ষীপুর নামে একজন আসামি সুকৌশলে পলায়ন করে।
৩। এছাড়াও উক্ত মাদক ব্যবসায়ীর সাথে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোবাইল ফোন, ০১টি সিম কার্ড, নগদ ১,৯০০/- টাকা, ০১টি প্রাইভেট কার এবং ০১টি ড্রাইভিং লাইসেন্স যার নম্বর উক ০১৯৫৬৪৩খ০০০০৪ জব্দ করা হয়। প্রাথমিকভাবে পিস্িিপআর যাচাই করে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ০৫টি মাদক মামলার তথ্য পাওয়া গেছে। বিস্তারিত তথ্যের জন্য অনুসন্ধান চলমান আছে। গ্রেফতারকৃত ও পলাতক উভয় আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জ জেলার সদর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত