চৌহালী প্রতিনিধি :
সিরাজগঞ্জের এনায়েতপুরে “আন্তর্জাতিক মানবাধিকার দিবস” উপলক্ষে গুমের শিকার ছাত্রদলের সকল নেতাকর্মী ও সকল নাগরিকের মুক্তির দাবিতে এবং আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকান্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবিতে মানববন্ধন করেছে এনায়েতপুর থানা ছাত্রদল। মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকাল ১১ দিকে কেজির মোরে এনায়েতপুর থানা ছাত্রদলের আয়োজনে মানববন্ধন টি করা হয়।
বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদ ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গ্রহণ করে। এ ঘোষণার মাধ্যমে স্বীকৃত হয় যে জন্মস্থান, জাতি, ধর্ম, বর্ণ, বিশ্বাস, অর্থনৈতিক অবস্থা কিংবা শিক্ষাগত যোগ্যতা নির্বিশেষে মানবাধিকার সর্বজনীন ও সবার জন্য সমান।
প্রতিটি মানুষ জন্মগতভাবেই এসব অধিকার লাভ করে। প্রত্যেক ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের দায়-দায়িত্বের বিষয়টি সুনির্দিষ্টভাবে ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। এ ঘোষণাপত্র গ্রহণের দিনটি প্রতিবছর বিশ্বব্যাপী মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এসময় উপস্থিত ছিলেন, এনায়েতপুর থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ সদস্য সচিব, ইমতিয়াজ হাসান মোল্লা।
সদস্য, নাজমুল প্রমানিক, ইয়ামিন, আরমান। ১নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি আকিব মির, সাধারণ সম্পাদক আবু তালেব মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল প্রমানিক, প্রচার সম্পাদক শাহীন মির প্রমুখ। সাত্তার আব্বাসী ০১৭১১৪৭৫৭৫২ ১০.১২.২০২৪ইং।