দৌলতপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক নারী-শিশু মামলার এজাহার নামীয় ০১ (এক) জন এবং ০৫ বোতল ফেন্সিডিল সহ ০১ (এক) জন মোট ০২ (দুই) জন আসামি গ্রেফতার…
মঙ্গলবার (১০ ডিসেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার, মিরপুর সার্কেল, (অতিরিক্ত দ্বায়িত্বে ভেড়ামারা সার্কেল) কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, কুষ্টিয়ার নেতৃত্বে দৌলতপুর থানার দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে…
দৌলতপুর থানার মামলা নং-০৫, তাং-০২/১১/২৪ খ্রিঃ, ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিন-২০২০) এর ৭/৩০ এর এজাহার নামীয় আসামি ১। মোঃ তানভির রহমার আসিফ (২০), পিতা- মোঃ মফিদুল, গ্রাম- কল্যানপুর বটতলা,
এবং
০৫ (পাঁচ) বোতল ফেন্সিডিল সহ আসামি ২। মোঃ জাহিদ হাসান ডাবলু (৪৫), পিতা- মোঃ জামাত সরদার, গ্রাম- গাছেরদিয়াড় টলটলিপাড়া, উভয় থানা- দৌলতপুর, জেলা -কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করেন। ২ নং আসামীর বিরুদ্ধে দৌলতপুর, থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।