প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৫, ৯:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১০, ২০২৪, ১১:৪৬ পূর্বাহ্ণ
বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি
বংশালে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-তেজগাঁও*
রাজধানীর বংশাল এলাকা থেকে ১৭২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম- ১। মোছাঃ আকলিমা খাতুন (৩৮) ও ২। নাঈম হাসান রাব্বি ওরফে হৃদয় (২১)।
সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) বিকেল ০৪.০০ ঘটিকায় বংশাল থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম।
ডিবি-তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, বংশাল থানার কেন্দ্রীয় ভেটেরিনারী হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারি ফেনসিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে সংবাদ পাওয়া যায়। এমন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দুই মাদক কারবারিকে ১৭২ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা চুয়াডাঙ্গা জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাদক কারবারিদের নিকট হতে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার মাদক কারবারি ও সেবনকারীদের নিকট বিক্রয় করতো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত ফেনসিডিল তাদের হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত