মাদক মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী হাসান গাজী’কে রাজধানীর শ্যামপুর এলাকা হতে গ্রেফতার করেছে র্যাব-১০।
১। গতকাল ০৪ ডিসেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ দুপুর আনুমানিক ১৪:০০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে পটুয়াখালী জেলার কচুয়া থানার মামলা নং-০৩, তারিখ-০১/০৬/২২ খ্রিঃ, জিআর নং-১৬৪/২২ (কচুয়া), ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক ০৫ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হাসান গাজী (২৭), পিতা-মোঃ আব্দুল কালাম গাজী, সাং-নওমালা, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী’কে গ্রেফতার করে।
২। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় ০৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে রাজধানীর শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে জানা যায়। .
৩। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।