গাজীপুরে অভিনব কায়দায় রক্ষিত ১০ হাজার ৫০ পিস ইয়াবা বড়িসহ মাদক সিন্ডিকেটের মূল হোতা ওয়াহিদুল শেখকে গ্রেপ্তার করেছে র্যাব-১।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ২টায় র্যাব-১-এর (স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১ গণমাধ্যমকে জানায়, চন্দ্রা মাইওয়ান মোড় এলাকায় একজন মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজ বাসায় অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মাইওয়ান মোড় এলাকায় অভিযান চালানো হয়। বেলা ২টা ১৫ মিনিটে আসামি ওয়াহিদুল শেখকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ হাজার ৫০ পিস ইয়াবা বড়ি ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র্যাব-১ আরও জানায়, গ্রেপ্তার মো. ওয়াহিদুল শেখকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানা পুলিশের কছে হস্তান্তর করা হয়েছে।