এম আবু হেনা সাগর,
ঈদগাঁও ইমামদের বেতন বৃদ্ধি সহ তিনদিন ব্যাপী ইমাম সম্মেলন ও তাফসীরুল কোরান মাহফিল করার পরিকল্পনা বাস্তবায়ন কল্পে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়ন ইমাম সম্মেলন সম্পন্ন হয়।
১ ডিসেম্বর সকাল দশটায় পোকখালী বাজারস্থ স্থানীয় এক হোটেলের হল রুমে অনুষ্ঠিত ইমাম সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলােয়াত করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ। পোকখালী এমদাদুল উলুম জামেয়ার সুযোগ্য মুহাদ্দিস কুতুবদিয়া হুজুরের সন্তান আলেমদ্বীন মুফতি হাসান ওয়াহিদের সঞ্চালনায় মূল বক্তব্য পেশ করেন ঈদগাঁও উপজেলা ইমাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এনামুল হক ইসলামাবাদী।
বক্তব্য রাখেন,পোকখালী ইউনিয়ন ইমাম সমিতি সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা শামসুল হক আজিজী,ঈদগাহ ইউনিয়ন সাধারণ সম্পাদক হযরত মাওলানা সিরাজুল ইসলাম, ইসলামাবাদ ইউনিয়ন সভাপতি হারুনর রশীদ, ইসলামপুর সাধারণ সম্পাদক বেনারুল ইসলাম বেদার, পোকখালী গোমাতলীর উত্তর শাখার সাধারণ সম্পাদক হয়রত মাওলানা এরশাদ,
পোকখালী মাদ্রাসার মুহাদ্দিস সর্বজন শ্রদ্ধেয় হযরত মাওলানা আতিকুল্লাহ, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা রমজান আলী ফারুকী,মাওলানা ইউনুস নজির, মাওলানা ওয়াক্কাস উদ্দিন এবং মৌলানা নুরুল আলম,সমাজসেবক রাজনীতি বীদ আজিজুল হক রুবেল ও নুরুল আলম। এই সম্মেলনে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা আবুল কালাম,আমানুল্লাহ আমান, আল্লামা হযরত মাওলানা নুরুল হাকিম, হযরত মাওলানা রেজাউল করিমসহ আরো অনেকে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত