স্টাফ রিপোটার
কুষ্টিয়ার খোকসায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।
৩০’নভেম্বর দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার শোমসপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, হিজলাবট (আদর্শগ্রাম) মোঃ নজরুল ইসলামের ছেলে তাসলিম শেখ (২৮), খোকসা চরপাড়ার মোঃ ইসলাম আলী শেখের ছেলে মোঃ বিল্লাল শেখ(৪০), দেবিনগরের মোঃ মজনু শেখের ছেলে মোঃ রোকন শেখ (২৬)।
খোকসা থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খোকসা থানাধীন শোমসপুর গ্রামে জনৈক আনোয়ার আলী(কুষ্টিয়ার সাবেক পৌর মেয়র) এর লিচু বাগানে ১১/১২ জন ডাকাত অস্ত্রসহ ডাকাতী করার জন্য প্রস্তুতি গ্রহন করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থ গ্রহনের জন্য খোকসা থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ মঈনুল ইসলাম এর নেত্বেতে শনিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উল্লেখিত স্থানে পৌঁছিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ১১/১২ ডাকাত এদিক-ওদিক দৌঁড়ায়ে পালানের চেষ্টাকালে অফিসার ফোর্সের সহায়তায় আসামীদের আটক করা হয়।
আটককৃতদের দেহ তল্লাশি করে তাসলিম শেখ তার ডান হাতে থাকা দেশীয় তৈরী একটি ওয়ান শুটার গান, মোঃ বিল্লাল শেখ এর পরিহিত জিন্স প্যান্টের সামনের ডান পকেটে এক রাউন্ট লিডবল কার্তুজ ও তার বাম হাতে একটি চাইনিজ কুড়াল এবং মোঃ রোকন শেখ এর পরিহিত জিন্স প্যান্টের সামনে বাম পকেটে এক রাউন্ট লিডবল কার্তুজ পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্রগুলি আলামত হিসাবে জব্দ করা হয় এবং আটিক আসামীদের ঘটনার বিষয়ে জিজ্ঞাবাদ করলে তারা জানায়, তাদের ৭/৮ জন ডাকাত ছিল এবং তারা পালিয়ে যায়। এসময় আটককৃতদের তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খোকসা চরপাড়া গ্রামের মৃত তেছেম আলী মন্ডলের ছেলে মোঃ সিরাজুল ইসলামকে(৪২) আটক করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আটক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং ডাকাতি প্রস্তুতি গ্রহণ সংক্রান্ত মামলার প্রস্তুতি চলছিলো।
ঘটনার সত্যতা স্বীকার করে খোকসা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো: মঈনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনকে আটক করা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য পলাতক ডাকাতদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।