কুমারখালী (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক সাজা ওয়ারেন্ট ভুক্ত ০১ (এক) জন এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ০১ (এক) জন মোট ০২ (দুই) জন আসামি গ্রেফতার
শুক্রবার (২৯ নভেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ কুমারখালী থানা এর এর নেতৃত্বে দুইটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কুমারখালি সিআর-১১০/২২ এর সাজা প্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত আসামী ১। মোঃ শাহজাহান সেখ, পিং- মোতালেব হোসেন, গ্রাম- কৃষ্ণপুর, পোঃ সন্দিয়াড়া এবং ফৌ: কা: বি: আইন-১৫১ ধারার আসামী ২। মোঃ মনোহর (৪৫) পিতাঃ মৃত চাঁদ আলী, গ্রাম- পরানপুর (পশ্চিম পাড়া) উভয় থানা- কুমারখালী জেলা- কুষ্টিয়াদ্বয়কে গ্রেফতার করেন ।