বান্দরবান সদর থানাধীন হোটেল হলিডে ইন এলাকায় অভিযান পরিচালনা করে ২৪০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য আফিম উদ্ধারসহ দুইজন মাদক কারবারী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার; মাদক পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বদ্ধ পরিকর। দেশব্যাপী মাদকের বিস্তাররোধসহ সমাজে বিরাজমান নানাবিধ অপরাধ দমন ও অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ আন্তরিকতার সহিত নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। পার্বত্য জেলাগুলো বিশেষ করে বান্দরবান জেলার দূর্গম পাহাড়ী এলাকাসমূহে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় বৃদ্ধিসহ মাদক কারবারীরা বিভিন্ন কৌশলী পন্থা অবলম্বনের মাধ্যমে চোরাইপথে আফিমসহ অন্যান্য মাদক পাচার করে আসছে। মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুব সমাজকে রক্ষা ও দেশব্যাপী মাদকদ্রব্যের বিস্তাররোধে র্যাব-১৫, কক্সবাজার কর্তৃক প্রতিনিয়ত মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
৩। এরই ধারাবাহিকতায় র্যাব-১৫ গোপন সূত্রে জানতে পারে, বান্দরবান সদর থানাধীন বান্দরবান বাজার থেকে দুইজন লোক অবৈধ মাদকদ্রব্য আফিম ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওয়ানা করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ নভেম্বর ২০২৪ তারিখ সকালে র্যাব-১৫, সিপিসি-৩ বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বান্দরবান সদর থানাধীন মেঘলা পর্যটন এলাকাস্থ হোটেল হলিডে ইন এর সামনে পাকা রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান শুরু করে। এ সময় নাম্বার প্লেট বিহীন নীল রঙয়ের টিভিএস কোম্পানীর Apahce RTR-160 সিসি একটি মোটরসাইকেল (যাহার ইঞ্জিন নং-PS634KE40N6L49772 এবং চেচিস নং-OE4AN2X00624) থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলে যাওয়ার চেষ্টাকালে মোটরসাইকেলসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাবের আভিযানিক দল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যানুযায়ী গ্রেফতারকৃতদের এবং জব্দকৃত মোটরসাইকেল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে কালো একটি ছোট ব্যাগ হতে ২৪০ গ্রাম (দুইশত চল্লিশ গ্রাম) আফিম উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪,০০,০০০/- (ছব্বিশ লক্ষ) টাকা।
৪। গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিস্তারিত পরিচয়-
১) নুচিংথুই মার্মা প্রকাশ সচিনু মার্মা (১৯), পিতা-উবাচিং মার্মা, মাতা-শৈক্রাচিং মার্মা, সাং-ক্যামলং পাড়া, ৯নং ওয়ার্ড, কোহালং ইউনিয়ন, থানা-সদর, জেলা-বান্দরবান; বর্তমানে : গ্রাম-কৈক্ষ্যংজুড়ি, মসিপ্রু পাড়া, সাঙ্গু নদীর পাশে, ১নং ওয়ার্ড, থানা-রুমা, জেলা-বান্দরবান।
২) ক্যসানু মারমা প্রকাশ সাইলং মারমা (২৭), পিতা-মংচপ্রু মারমা, মাতা-মেনুচিং মারমা, সাং-হিমাগ্রী পাড়া, থানা-রোয়ায়াংছড়ি, জেলা-বান্দরবান; বর্তমানে : গ্রাম-কৈক্ষংছড়ি, বাগান পাড়া, থানা-রুমা, জেলা-বান্দরবান।
৫। গ্রেফতারকৃত মাদক কারবারীরা দীর্ঘদিন যাবৎ মোটরসাইকেল যোগে বান্দরবানের থানচি ও রুমা এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য আফিম ক্রয় করতো।
এরপর বেশি দামে বান্দরবান জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রয় করে বলে জানায়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে বান্দরবান সদর থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
—–ধন্যবাদ—–