কুষ্টিয়া (সদর) মডেল থানা পুলিশ কর্তৃক ওয়ারেন্ট ভুক্ত ০৮ (আট) জন ও নিয়মিত মামলার ০২ (দুই) জন মোট ১০ (দশ) জন আসামী গ্রেফতার…
গত (২৪ ও ২৫ নভেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ কুষ্টিয়া মডেল থানা এর নেতৃত্বে তিনটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে নিন্মোক্ত ওয়ারেন্ট ভুক্ত ০৮ (আট) জন ও নিয়মিত মামলার ০২ (দুই) জন মোট ১০ (দশ) জন আসামী গ্রেফতার করেন…
ওয়ারেন্ট ভুক্ত আসামি—–
১।কুষ্টিয়া জিআর- ১৮৭/২১ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ হাফিজুর রহমান, পিতা- মোঃ পিয়ার আলী শেখ, গ্রাম- কালিশংকরপুর সোনার বাংলা সড়ক,
২। মিরপুর জিআর- ২৫৫/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আশিক মোল্লা, পিতা- বাবুল মোল্লা, গ্রাম- বড় আইলচারা গরুর হাটের পাশে,
৩। কুষ্টিয়া জিআর ২৩৬/২৪ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী রাজু আহম্মেদ রানা@পাকরা রানা, পিতা-হায়দার আলী, গ্রাম-সি এনবি কোয়ার্টার,
৪। কুষ্টিয়া জিআর-৩৯০/২৩ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ আব্দুল্লাহ, পিত-মোঃ শাজাহান মন্ডল, গ্রাম-লাহিনী,
৫। কুষ্টিয়া সিআর- ৮৮/১৭এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ ইসমাইল(৫০),পিতা- মোজাহার বিশ্বাস, গ্রাম- শিমুলিয়া,
৬।কুষ্টিয়া সিআর- ২০৩/১৬ এর ওয়ারেন্ট ভুক্ত আসামী মোঃ সাদেক(৩০),পিতা- সিরাজুল, গ্রাম- নওয়াপাড়া,
৭। ফৌজদারী আপীল-৩৯/২৪ এর আসামী কুমার, পিতা-মৃত ফারুক, গ্রাম-কালিশংকরপুর,
৮।ফৌজদারী আপীল-২৯/২৪, এর আসামী মোঃ আজিজুল হাকিম শুভ, পিতা-মোঃ মজনু শেখ, গ্রাম-আড়ুয়াপাড়া, এবং
নিয়মিত মামলার আসামি-
৯। কুষ্টিয়া মডেল থানার মামলা নং-১৩,তাং-১৬/০৮/২০২৪খ্রি., ধারা-১৪৩/৩০২/১১৪/৩৪ পেনাল কোড এর আসামী বিপ্লব খন্দকার (৫২) পিতা-মৃত. খন্দকার আহাম্মেদুল হক, সাং- গোলাম রহমান রোড,
১০। কুষ্টিয়া মডেল থানার থানার মামলা নং-১৯, তারিখ-২৫ সেপ্টেম্বর, ২০২৪, ধারা-১৪৩/১৪৭/১৪৯/৩৪১/৩২৩/৩২৬/৩০৭/১১৪ পেনাল কোড-১৮৬০ তৎসহ 4 The Explosive Substances Act, 1908) সর্ব থানা ও জেলা- কুষ্টিয়াদেরকে গ্রেফতার করেন।