স্টাফ রিপোর্টার,
ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁও উপজেলার স্বনামধন্য ও প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদুল জন্নাতকে নানা অভিযোগে অপসারণ দাবীতে আন্দোলন শুরু হয় প্রতিষ্ঠানটিতে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী প্রধান শিক্ষিকার অপসারণের দাবীতে বাজারে বিক্ষোভ মিছিল এবং মহাসড়কে সড়ক অবরোধ কমসূচী পালন করে। বেশ কদিন ধরে বিদ্যালয় প্রাঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছিল অপসারনকে ঘিরে।
এরই প্রেক্ষিতে ১ সেপ্টেম্বর খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে উঠা অভিযোগ তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রধান করে ঐ কমিটির অন্য সদস্যরা হলেন বাংলাদেশ কৃষি ব্যাংক ঈদগাঁও শাখা ব্যবস্থাপক, উপজেলা শিক্ষা কর্মকর্তা। এরপর তদন্তে প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাননি গঠিত কমিটি।
অভিযোগগুলো সাজানো ও উদ্দেশ্যমূলক। যার কারণে সকল অভিযোগ থেকে প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতকে অব্যাহতি দিয়েছেন তদন্ত কমিটি। একই সাথে চক্রান্তের নেপথ্যে থাকা শিক্ষক ও কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে সুপারিশ করেছেন তদন্ত কমিটি। এদিকে তদন্ত চলাকালীন বিগত ১০ সেপ্টেম্বর প্রধান শিক্ষকের কক্ষ এবং অফিস কক্ষ ভাংচুর করা হয়। লুট করা হয় গুরুত্বপূর্ণ কাগজপত্র।
এই ঘটনায় পরে তাৎক্ষণিক আরো একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা সমবায় অফিসারকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সেই কমিটিও তদন্ত করে ঘটনার সাথে প্রধান শিক্ষিকা খুরশিদুল জান্নাতের সম্পৃক্ততার প্রমাণ পাননি। উল্টো তদন্ত প্রতিবেদনে উঠে আসে বেশকিছু শিক্ষকসহ কর্মচারীর নাম। সেই ঘটনা তেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে। ২৬ নভেম্বর (মঙ্গলবার) সকাল দশটায় প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত বিদ্যালয়ে পৌঁছলেই প্রধান গেইট থেকে শিক্ষার্থীরা মিছিল সহকারে তাঁকে অফিসে নিয়ে আসেন। সেখানেই ফুলেল সংবর্ধনা দেন।
এমনি সময়ে শিক্ষার্থীদের মাঝে উচ্ছাস দেখা দেয়। অবশেষে নানান কল্পনা ঝল্পনার অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক হিসেবে স্বপদে ফেরায় শুভাকাঙ্খীদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। প্রধান শিক্ষিকা খুরশীদুল জন্নাতের সাথে কথা হলে তিনি স্বপদে বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এ প্রতিবেদককে। উল্লেখ্য যে,খুরশিদুল জন্নাত প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকে শিক্ষার মান,পরিবেশ ও অবকাঠামোখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়। কিন্তু তাতে বাঁধে বিপত্তি। তাঁর সাফল্যে ঈষান্বিত হয়ে উঠেপড়ে লেগে একটি কুচক্রী মহল।
এ সুযোগ সারাদেশের ন্যায় ঈদগাঁও তেও ৫ আগষ্টের পর আন্দোলনে স্কুলের ছাত্র-ছাত্রীদের ব্যবহার করে রাজপথে নেমে প্রধান শিক্ষকের অপসারণ দাবীতে। চক্রান্তে সফল হয়নি তারা। ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনার দাবী জানান শিক্ষাথীসহ অভিভাবকরা।