প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৩:০০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-সম্পদ (পুনাক)
পুনাক খাগড়াছড়ির উদ্যাগে জেলা সদরের কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয়ে সংগীত চর্চার জন্য প্রতিবন্ধী শিশুদের মাঝে হারমোনিয়াম প্রদান
"প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়-সম্পদ,
এমন বিশ্ব গড়ি প্রতিবন্ধীদের প্রতিভা বিকশিত করি"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যাগে আজ ২৪ নভেম্বর ২০২৪ খ্রিঃ রোজ- রবিবার সদর উপজেলা সংলগ্ন শালবন এলাকায় কালেক্টরেট প্রতিবন্ধী বিদ্যালয় এর শিশুদের সংগীত চর্চা ও চিত্তবিনোদন এর ব্যাপ্তিকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে হারমোনিয়াম প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব জান্নাতুল ফেরদৌস তুলি, সভানেত্রী, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা।
এছাড়াও আরে উপস্থিত ছিলেন জনাব জেসমিন আক্তার, সাধারণ সম্পাদিকা, জনাব হাবীবা আক্তার রাখি (সদস্য সচিব) এবং জনাব কাজী কামরুন্নাহার লাইলী, পুলিশ পরিদর্শক (নিঃ) যুগ্ন সাধারণ সম্পাদিকা সহ জেলা পুনাকের অনান্য নারী পুলিশ সদস্যবৃন্দ।
পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ির প্রতিবন্ধী শিশুদের পাশে দাড়ানোর এমন উদ্যোগ কে সাধুবাদ জানান উপস্থিত শিশুদের অভিভাবকবৃন্দ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত