কক্সবাজার সদরের সুগন্ধা বীচ এবং টেকনাফের মৌলভীবাজার মুসলিমপাড়া এলাকায় পৃথক দু’টি অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজাপ্রাপ্ত দুইজন পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকার অপরাধ নির্মূলে প্রতিনিয়ত অবদান রেখে চলেছে। দায়িত্বাধীন এলাকা কক্সবাজার ও বান্দরবান জেলায় হত্যা, ধর্ষণ, জঙ্গী, অবৈধ অস্ত্র উদ্ধার, জলদস্যু, ডাকাতি, চুরি-ছিনতাই, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক, অপহরণ ও দেশে বিরাজমান নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একই সাথে এ সকল অপরাধে দায়েরকৃত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে।
২। এরই ধারাবাহিকতায়, চাঁদপুর মডেল থানার মামলা নং ১১, তারিখ-০৩/০২/২০১০, জিআর নং-৭২/১০, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ১৯(১) এর টেবিল ৭(ক) মাদক মামলার সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ শামসুল আলম’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। এ প্রেক্ষিতে, র্যাব-১৫, সদর কোম্পানীর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বর্ণিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন সুগন্ধা বীচ এলাকায় আত্মগোপনে অবস্থান করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে গত ২০ নভেম্বর ২০২৪ তারিখ অনুমান ২১.৩০ ঘটিকার সময় র্যাবের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ শামসুল আলম (২৫), পিতা-আব্দুল মোন্নাফ প্রকাশ কালু, সাং-দক্ষিণ রুমালিয়ারছড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত মামলায় সে ০২ (দুই) বছরের বিনাশ্রম কারাদন্ডসহ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা জরিমানা অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড সাজা পরোয়ানাভুক্ত আসামী।
৩। এছাড়াও সিএমপি হালিশহর থানার মামলা নং ১২(৩)১৫, জিআর-৫০/১৫, প্রসেস নং-৪২৯/২৪, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(০১) এর ৯(খ) ধারা মোতাবেক পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামী মোঃ জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকের’কে আইনের আওতায় নিয়ে আসতে গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ নভেম্বর ২০২৪ তারিখ রাত অনুমান ২২.১০ ঘটিকায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল কক্সবাজারের টেকনাফ থানাধীন মৌলভীবাজার মুসলিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উক্ত এলাকা হতে পলাতক আসামী মোঃ জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকের (৩৮), পিতা-মৃত আবুল কাশেম সওদাগর, সাং-মৌলভীবাজার মুসলিমপাড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়।
৪। গ্রেফতারকৃত আসামীদ্বয় সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শামসুল আলম’কে কক্সবাজার সদর মডেল থানা এবং জাকির হোসেন প্রকাশ টেম্পু জাকের’কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
----ধন্যবাদ----
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত