বান্দরবান সদর থানাধীন মেঘলা এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক থাকা মাদক মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায়, দায়রা মামলা নং ৮৫/১৭ জিআর নং ৭২/২০১৭
এবং বান্দরবান সদর থানার মামলা নং ০৫, তাং ০৯/০৩/২০১৭, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধিত ২০০৪) এর ২২ (গ) ধারা মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ মোস্তাফিজুর রহমান টিটু’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত পলাতক আসামী বান্দরবান সদর থানাধীন মেঘলা এলাকায় গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১৮ নভেম্বর ২০২৪ তারিখ অনুমান ১৬.৪০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-৩, বান্দরবান ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ মোস্তাফিজুর রহমান টিটু (৩৩), পিতা-মৃত ফিরোজ মিয়া প্রকাশ সিরাজ মিস্ত্রি, সাং-বাজালিয়া, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-টিএনটি পাড়া, বান্দরবান পৌরসভা, থানা-সদর, জেলা-বান্দরবান’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রামের সাতকানিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
—-ধন্যবাদ—-