মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর ও রতনপুর এলাকায় সম্প্রতি টোকাই চোরের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় স্থানীয়রা চরম আতঙ্কে রয়েছেন। বিশেষ করে রতনপুর নামা, মাজু খান ও আমতলা এলাকায় সন্ধ্যার পর থেকেই দলবেঁধে এসব চোরের বিচরণ লক্ষ্য করা যাচ্ছে। তারা নানা কৌশলে গরু, ছাগল, হাঁস, মুরগিসহ পোষা প্রাণী চুরি করে নিয়ে যাচ্ছে, যা এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, টোকাই চোরেরা দিনের বেলা এসব বাড়িঘর ঘুরে দেখে যায়, কোন বাড়িতে বেশি গরু, ছাগল বা হাঁস-মুরগি রয়েছে। এরপর সন্ধ্যা নামলেই তারা বিভিন্ন অজুহাতে এলাকার আশপাশে এসে লুকিয়ে অপেক্ষা করে। বর্ষা মৌসুম শেষ হওয়ায়, এলাকায় পানি শুকিয়ে যাওয়ায় তারা ঝোপঝাড়ের আড়ালে অপেক্ষা করতে সুবিধা পাচ্ছে। সুযোগ পেলেই তারা এসব পোষা প্রাণী চুরি করে দ্রুত পালিয়ে যায়।
এলাকাবাসী জানিয়েছেন, টোকাই চোরদের এমন দৌরাত্ম্য প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো প্রয়োজন। এছাড়া এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় নেতারা।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত