সিলেট জেলার গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান খলকুর রহমানসহ সিলেট শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা মামলার ০৩ জন পলাতক আসামী গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৫:১০ ঘটিকায় সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলা (এসএমপি, সিলেট কোতয়ালী থানার এফআইআর নং-৩৪/৪৭৩, তারিখঃ ২৭ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮ /১৪৯ /৩২৩ /৩২৫ /৩২৬ /৩০৭/১০৯/১১৪ পেনাল কোড ১৮৬০;) এর মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী আওয়ামীলীগ সমর্থিত সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ০৭ নং লক্ষনাবন্দ ইউপি চেয়ারম্যান মোঃ খলকুর রহমান (৪৫), পিতা- মৃতঃ ভূতা মিয়া, সাং- লক্ষনাবন্দ, থানা- গোলাপগঞ্জ, জেলা- সিলেট।
দিনের অপর একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৬:৫০ ঘটিকায় এসএমপি, সিলেটের শাহপরান থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলা (এসএমপি, সিলেটের কোতয়ালী থানার এফআইআর নং-১৪/৪৯৫, তারিখঃ ০৭ নভেম্বর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৮/ ১৪৯/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ১০৯/ ১১৪ পেনাল কোড ১৮৬০;) মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী যুবলীগ ক্যাডার জুমায়েল ইসলাম চৌধুরী (৩৮), পিতা- মোঃ আব্দুল হান্নান চৌধুরী, সাং-শাহপরান বাইপাস, থানা- শাহপরান, জেলা- সিলেট (স্থায়ী ঠিকানা- সাং- রসুলপুর, ব্রাহ্মণগ্রাম, থানা- জকিগঞ্জ, জেলা- সিলেট।
দিনের আরো একটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিএসসি এর একটি আভিযানিক দল অদ্য ১১ নভেম্বর ২০২৪ ইং তারিখ অনুমানিক ১৯:৩০ ঘটিকায় এসএমপি সিলেট এয়ারপোর্ট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে নাশকতা, সহিংসতা এবং হত্যাচেষ্টা মামলা (এসএমপি, সিলেটের জালালাবাদ থানার এফআইআর নং-৭/১৪৪, তারিখঃ ২১ অক্টোবর ২০২৪ খ্রিঃ, ধারা: ১৯০৮ সালের বিস্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৪ তৎসহ ১৪৩/ ১৪৭/ ১৪৮/ ৩২৩/ ৩২৪/ ৩০৭/ ১১৪ পেনাল কোড ১৮৬০;) মূলে পলাতক আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী সিলেট মহানগর ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিঃ যুগ্ম সাধারন সম্পাদক আফছর মিয়া(৩৫), পিতা- আব্দুল মতিন, সাং- বাদামবাগিছা, থানা- এয়ারপোর্ট, জেলা- সিলেট।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলা সমূহের অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।