নাটোর থানা পুলিশের অভিযানে ১৮ ঘন্টার মধ্যে মূল পরিকল্পনাকারীসহ ৪ ডাকাত গ্রেফতার, সংক্রান্তে প্রেস ব্রিফিং
নাটোর থানার মামলা নং-১৯ এবং ২০, তারিখ-১৩-১১-২০২৪ খ্রিষ্টাব্দ, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড মামলার রহস্য উদঘাটন, ০৪ জন ডাকাত গ্রেফতার এবং গ্রেফতারকৃত আসামীরা তাদের দোষ স্বীকার করে এ সংক্রান্তে অদ্য- ১৪/১১/২০২৪ খ্রি. সাংবাদিকদের মাঝে প্রেস ব্রিফিং করেন নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
নাটোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় নাটোর সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে নাটোর থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে নাটোর থানার অফিসার-ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গত-১৩-১১-২০২৪ খ্রি. নাটোর এবং নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী সহ আন্তঃ জেলা ডাকাত দলের মোট ৪ সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ডাকাতদের নিকট থেকে লুন্ঠিত স্বর্ণ, নগদ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী ১। মোঃ রনি (৩৬) গ্রাম-আলাইপুর, থানা ও জেলা -নাটোর, ২। মোঃ সবুজ আলী (২৭) গ্রাম- তেবাড়িয়া (উত্তর পাড়া) , থানা ও জেলা-নাটোর, ৩। মোঃ এনামুল হক (২৮) গ্রাম- বিলদহর (দড়িমহিষমারী), থানা-সিংড়া, জেলা-নাটোর, ৪। শ্রী মিন্টু কুমার (৩২), গ্রাম-দাড়িঁয়া গাথি, থানা-আত্রাই, জেলা-নওগাঁ।
উদ্ধারকৃত আলামত→১। স্বর্ণের চেইন-১ টি, ২। স্বর্ণের আংটি-১ টি, ৩। ২৪ ক্যারেটের গলিত ঝুর স্বর্ণ, ৪। একটি লোহার তৈরী চাপাতি, ৫। একটি ছোরা, ৬। ২ টি হাসুয়া, ৭। ২ টি মোবাইল ফোন,
৮। স্বর্ণ বিক্রয় লব্ধ নগদ টাকা ১৩,৫০০/=।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব মোঃ একরামুল হক পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), জনাব মাহমুদা শারমীন নেলী, অতিরিক্ত পুলিশ সুপার, নাটোর সার্কেল সহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা ও অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।