
কক্সবাজার সদর থানাধীন খুরুলিয়া চরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত একজন পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায়, চট্টগ্রামের চন্দনাইশ থানার মামলা নং ১৩(৩)১৯, জিআর নং-৬১/১৯, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ) ধারা মোতাবেক মাদক মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ শাহ আলম’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। উক্ত পলাতক আসামী কক্সবাজার সদর থানাধীন খুরুলিয়া চরপাড়া এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে তথ্য পায় র্যাব।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ১২ নভেম্বর ২০২৪ তারিখ অনুমান ১০.৩০ ঘটিকার সময় র্যাব-১৫, সদর কোম্পানীর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মোঃ শাহ আলম (৩৪), পিতা-মোঃ নুরুল ইসলাম, সাং-খুরুলিয়া চরপাড়া, থানা-সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ শাহ আলম উল্লেখিত মাদক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
—-স্বাক্ষরিত–