প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ১:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ
র্যাব -১২ হত্যা মামলার আসামী বাবুলসহ পরিবার র্যাবের হাতে আটক
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার নীলকমল ইউনিয়ন ৪ নং ওয়ার্ডে জমিজমা সংক্রান্ত কলহের জেরে সিরাজ নামে এক বৃদ্ধকে
কুপিয়ে হত্যা মামলার আসামী মো: বাবুল ও তার পরিবারকে গ্রেফতার করেছে র্যাব। এর আগে কুপিয়ে হত্যা দায়ে ওই দিনই মামলার দুই নং আসামি আ: বারেক কে গ্রেফতার করেন দুলারহাট থানা পুলিশ।
১২ নভেম্বর মঙ্গলবার মধ্যরাত ২ টার দিকে বগুড়া সদর থানাধীন মালতিনগর এলাকার নাটাইপাড়া এলাকার আ: রশিদের বাসা হইতে র্যাব - ৮ বরিশালের সিপিএসসি ভোলা ক্যাম্প ও র্যাব - ১২ সিপিএসসি বগুড়া ক্যাম্প কর্তৃক তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রধান আসামী মো: দুলাল নীলকমল ৪ নং ওয়ার্ডস্থ আ: হক মাওলানা বাড়ীর আ: বারেক এর ছেলে।
উল্লেখ যে, গত ৪ সেপ্টেম্বর ২০২৪ জমিজমা সংক্রান্ত জেরে উপজেলার নীলকমল ইউনিয়নে মো: সিরাজ (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নিহতের ছেলে মো: হাছনাইন বাদী হয়ে মো: বাবুল পিতা বারেক কে প্রধাব আসামি করে, বারেক পিতা আ: কাদের সামর্থ ভাবু স্বামী বারেক, হাছনা স্বামী বাবুল সহ আরো দুইজনকে সহ ৬ জনের নামে দুলারহাট থানায় একটি হত্যা মামালা দায়ের করেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত