যশোরের ঝিকরগাছায় বোমা মেরে ও নৃশংসভাবে কুপিয়ে চাঞ্চল্যকর যুবদল কর্মী পিয়ালকে হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামি “শামীম ও মেহেদী”কে হত্যাকান্ডের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৬।
ভিকটিম পিয়াল হাসান (২৮) পিতা- মোঃ কিতাব আলী, সাং- মোবারকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর গত ইং ০৯/১১/২০২৪ তারিখ দুপুর ১৩.১০ ঘটিকায় যশোর জেলার ঝিকরগাছা থানাধীন ঝিকরগাছা বাজারে কাজ শেষে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে ঝিকরগাছা বাজারস্থ পুরাতন মিতালী হল রোড সংলগ্ন নাহিদ পেপার্স এর সামনে পাঁকা রাস্তার উপর পৌঁছালে কিছু দুর্বৃত্ত ভিকটিম পিয়াল হাসানকে (২৮) ‘কে লক্ষ্য করে হত্যার উদ্দেশ্যে বোমা নিক্ষেপ করে। এ সময় ভিকটিম নিজের প্রাণ বাঁচানোর জন্য ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয়ের দিকে দৌড় দিলে আসামিরা ভিকটিমকে ঘেরাও পূর্বক তাদের হাতে থাকা ধারালো দাঁ ও দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমের গলায়, হাতে,পায়ে ও পিঠে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ভিকটিমের মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে দ্রুত পলিয়ে যায় । পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিম পিয়াল হাসান (২৮)’কে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর জেলার ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উক্ত হত্যা সংক্রান্তে ভিকটিমের বাবা বাদী হয়ে যশোর জেলার ঝিকরগাছা থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ হত্যার সাথে জড়িত আসামিদের গ্রেফতারে র্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি আভিযানিক দল ইং ১১/১১/২০২৪ তারিখ রাত ২১.৩০ ঘটিকায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন চুকনগর এলাকা থেকে আসামি মোঃ শামীম রেজা (৩২), পিতা- মোঃ কামারুল ইসলাম, সাং- মোবারকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর’কে গ্রেফতার করে। পৃথক অপর একটি অভিযানে একই তারিখ ২২.২৫ ঘটিকার সময় র্যাব-৬, সিপিসি-৩, যশোর ও সিপিসি-২, ঝিনাইদহ এর একটি যৌথ আভিযানিক দল আসামি মোঃ মেহেদী হাসান (২৪), পিতা- মোঃ নজরুল ইসলাম নজু , সাং- মোবারকপুর, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর’কে ঝিনাইদহ জেলার মহেশপুর থানা এলাকা হতে গ্রেফতার করে। স্থানীয় সূত্রে জানা যায় ভিকটিমের বাড়ি ও আসামিদের বাড়ি পাশাপাশি। তাদরে মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও সামাজিক বিরোধ চলে আসছিল। উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। পরবর্তী আইনুনাগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়কে যশোর জেলার ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত