কুষ্টিয়া অফিস:
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার অভিযানে চাঞ্চল্যকর কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার চর দখল কে কেন্দ্র করে তৌহিদুল সরদার হত্যা মামলার প্রধান আসামি মোঃ ইদ্রিস সরদার গ্রেফতার।
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। অদ্য ১০ নভেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার মিরপুর থানাধীন বহলবাড়ীয়া ইউনিয়ন ০৫ নং ওয়ার্ডের নওদা খাদিমপুর গ্রামে পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে সকাল ০৭:৩০ ঘটিকার সময় আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও ককটেল বিস্ফোরণ করে মারামারি সংঘটিত হয়। উক্ত মারামারি চলাকালীন সময়ে আগ্নেয়াস্ত্রের গুলিতে তৌহিদুল সরদার(৪০), পিতা-মৃত মোজাহার আলী, সাং-নওদা খাদিমপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া ঘটনাস্থলে মৃত্যু হয়। উক্ত হত্যাকাÐের প্রেক্ষিতে মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়, যার মামলা নং-৭, তারিখঃ ১১ নভেম্বর ২০২৪, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০। উক্ত মামলার প্রেক্ষিতে পলাতক আসামিদের গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় অতিরিক্ত ডিআইজি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, পিপিএম অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ এর দিক নির্দেশনায় র্যাবের একটি আভিযানিক দল উক্ত ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতারের চেষ্টা শুরু করে। সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার গোলাম মোর্ত্তুজা এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ নভেম্বর ২০২৪ তারিখ ১৭:৩০ ঘটিকায় “কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন হিড়িমদিয়া গ্রাম” হতে হত্যা মামলার এজাহার নামীয় প্রধান আসামি মোঃ ইদ্রিস সরদার (৫৫), পিতা-মৃত আব্দুল কাদের সরদার, সাং-নওদা খাদিমপুর, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত