নিজস্ব প্রতিবেদক।
"দৈনিক ক্রাইম তালাশ"র নিজস্ব অফিসে সংবাদকর্মীদের আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
৯ই নভেম্বর শনিবার "দৈনিক ক্রাইম তালাশ"র কনফারেন্স রুম পুরানা পল্টন, জামান টাওয়ার ঢাকায় 'দৈনিক ক্রাইম তালাশ"র সম্পাদক ও প্রকাশক মাহামুদুল কবির নয়নের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার সঞ্চালনা করেন, "জাতীয় সাংবাদিক সংস্থা"র ঢাকা মহানগর আহবায়ক কমিটির "যুগ্ন আহবায়ক" ও "দৈনিক ক্রাইম তালাশ"র এইচআর (এ্যাডমিন) কাশপ্রিয়া আক্তার সিবা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন "জাতীয় সাংবাদিক সংস্থা"র কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী।
আরো উপস্থিত ছিলেন "দৈনিক ক্রাইম তালাশ"র সহ সম্পাদক সাউকি বিপ্লব, সহ সম্পাদক রাশেদ রানা, বিজ্ঞাপন এ্যাডমিন মোঃ জাহেদ সরকার,
সিনিয়র স্টাফ রিপোর্টার আইয়ুব আলী,স্টাফ রিপোর্টার মোঃ রফিক,পল্লবী থানা ক্রাইম রিপোর্টার শাহাবুব হোসেন মুন্না সহ অন্যান্য সংবাদকর্মীরা।
বক্তব্যের এক পর্যায়ে অনুষ্ঠানের প্রধান অতিথি "জাতীয় সাংবাদিক সংস্থা"র মহাসচিব লায়ন মোঃ হেলাল উদ্দিন হিলু, তার বক্তব্যের শুরুতে "দৈনিক ক্রাইম তালাশ" পরিবারের সকলের প্রতি ও "দৈনিক ক্রাইম তালাশ"র সম্পাদক ও প্রকাশককে ফুলেল শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
তিনি আরো বলেন" "দৈনিক ক্রাইম তালাশ" একটি সুনামধন্য গণমাধ্যম। "দৈনিক ক্রাইম তালাশ"র সংবাদকর্মী কাজ করবে সত্যের পথিক হয়ে।
দৈনিক ক্রাইম তালাশ ও আইপি টিভির প্রতি দোয়া ও শুভেচ্ছা জানিয়ে তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি "জাতীয় সাংবাদিক সংস্থা"র সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম লাকী বলেন, তার শিক্ষা গুরু "জাতীয় সাংবাদিক সংস্থা"র চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম এর প্রবাদ, আগে দর্শনধারী এরপর গুন বিচারী। "জাতীয় সাংবাদিক সংস্থা" থেকে সবসময় যথার্থ সহযোগিতা "দৈনিক ক্রাইম তালাশ" পরিবারকে করবে বলে আশ্বস্ত করেছেন তিনি।
তিনি আরও বলেন, "দৈনিক ক্রাইম তালাশ" একটি নিরেপক্ষ গণমাধ্যম। দৈনিক ক্রাইম তালাশ" সত্যের পথে অনেক দূর এগিয়ে যাক জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
"দৈনিক ক্রাইম তালাশ"র সম্পাদক ও প্রকাশক মাহামুদুল কবির নয়ন বক্তব্যের শুরুতে জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদককে কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। সংবাদকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "দৈনিক ক্রাইম তালাশ" সৎ ও নিষ্ঠার সাথে বিগত দিন যাবত পাঠক সেবায় একঝাঁক সংবাদকর্মী নিয়োজিত আছে।
বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, দৈনিক ক্রাইম তালাশ এর আইপি টিভির কাজ প্রায় শেষের দিকে। অল্প কয়েকদিনের মধ্যেই অনলাইনের বিভিন্ন OTT প্লাটফর্মে ২৪ ঘন্টা সরাসরি সম্প্রচার করা হবে।
অল্প কিছুদিনের মধ্যেই দৈনিক ক্রাইম তালাশ"র প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হবে জানিয়ে বক্তব্য শেষ করেন।
"দৈনিক ক্রাইম তালাশ"র এইচআর (এ্যাডমিন) কাশপ্রিয়া আক্তার সিবা, বক্তব্যর এক পর্যায়ে সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন,
"দৈনিক ক্রাইম তালাশ"র স্লোগান অনুযায়ী "সত্যের পথে" সবসময় নিয়োজিত থাকবে।
নতুন ব্যাবস্থাপনা নিয়ে খুব শীঘ্রই সাফল্যের চূড়ান্ত স্থানে পৌছাবে দৈনিক ক্রাইম তালাশ।
"দৈনিক ক্রাইম তালাশ"র প্রতিষ্ঠা বার্ষিকীর ২০২৪ এর আগে সংবাদকর্মীদের দক্ষতার মাধ্যমে সফলতার সুফল বয়ে আনবে এবং সাহসিকতার সাথে কাজ করার লক্ষ্যে সংবাদকর্মীদের আহ্বান জানিয়ে উক্ত আলোচনা সভা ও ফুলেল শুভেচ্ছা দিয়ে সমাপ্ত ঘোষণা করেন "দৈনিক ক্রাইম তালাশ" এর সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মাহামুদুল কবির নয়ন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত