কুমিল্লায় ৬৪ হাজার পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব নেশাজাত ট্যাবলেটের আনুমানিক মূল্য এক কোটি ৫৮ লাখ টাকা। তবে এসময় কোনো মাদক কারবারিকে আটক করা যায়নি।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী টিক্কারচর এলাকায় অভিযান চালিয়ে ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
৬০ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ৬০ বিজিবির সদস্যরা শুক্রবার বিকেলে আদর্শ সদর উপজেলার টিক্কারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বিজিবির অবস্থান টের পেয়ে মাদক বহনকারী একটি প্রাইভেটকার ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। প্রাইভেটকারটি তল্লাশি করে ৬৪ হাজার পিস নেশা জাতীয় ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।