ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোটার
খোকসায় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ১ জনকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) উপজেলার শোমসপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত হলেন, উপজেলার শোমসপুর গ্রামের মৃত আবু সালামের ছেলে মিজানুর রহমান লিটন (৪০)।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে চলমান অভিযান অব্যাহত আছে। বৃহস্পতিবারে নিষিদ্ধ ট্যাপেন্টাডল বড়ি বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শোমসপুর জনৈক রওশন আলী ধানের চাতালে অভিযান চালানো হয়।
এ সময় মাদকসহ এক কারবারিকে আটক করা হয় এবং জব্দ করা হয় নিষিদ্ধ ভারতীয় নেশাজাতীয় ৩৫ পিস টাপেন্টাডল ট্যাবলেট।
মামলা নং-০৪ গ্রেফতার, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণী ২৯(ক)।