মোঃ বিল্লাল হোসেন, শেরপুর থেকেঃ শেরপুরের নালিতাবাড়ীতে মাইক্রোবাসে করে পাঁচারকালে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ৷
বুধবার (০৬ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পূর্ব সমশ্চুড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর সদর উপজেলার ছনকান্দা গ্রামের জিয়ারুল হকের ছেলে আলী হোসেন (২৬)।
পুলিশ জানায়, বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের দাওধারা কাটাবাড়ি এলাকায় অভিযান চালানো হয়৷
অভিযানের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাইক্রোবাস রেখেই দৌড়ে পালানোর চেষ্টা করে।
সময় আশরাফুল ইসলাম ও আলী হোসেন নামে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।
এসময় আপেল নামে আরো এক মাদক পাচারকারী দৌড়ে পালিয়ে যায়৷
পরে পুলিশ মাইক্রোবাস তল্লাশী করে ৭৭৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকের মূল্য ১০ লাখ ৭০ হাজার টাকা ।
এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন বলেন, বুধবার রাত সাড়ে এগারোটায় অভিযান চালিয়ে একটি মাইক্রোবাসে ৭৭৪ বোতল ভারতীয় মদসহ দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামীকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে৷
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত