‘সেবার ব্রতের চাকরি’-- এই স্লোগানে গত ৪ নভেম্বর-৬ নভেম্বর ২০২৪ খ্রিষ্টাব্দ রাজশাহী জেলা পুলিশ লাইন্সের মাঠে রাজশাহীর সম্মানিত পুলিশ সুপার মো: আনিসুজ্জামান মহোদয়ের সভাপতিত্বে রাজশাহী জেলা পুলিশের কনস্টেবল নিয়োগ পরীক্ষা-২০২৪ কমিটির সার্বিক দিক নির্দেশনায় পুলিশ কনস্টেবল নিয়োগ কার্যক্রম চলে।
এরপর অনুষ্ঠিত হবে কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য পুলিশ কনস্টেবল নিয়োগ প্রদান করা হবে।
অত্যন্ত সুশৃংখল ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ৮টি ইভেন্টের মাধ্যমে পরীক্ষার্থীগণ মাঠবিষয়ক পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদের মেধা ও আত্মবিশ্বাসের প্রকাশ ঘটান।
ইভেন্টগুলো হলো ২০০ মিটার দৌড়, পুশআপ, হাই জাম্প, লং জাম্প, ১৬০০ মিটার দৌড়, সিটআপ, ড্রাগিং ও রোড ক্লাইম্বিং।
উল্লেখ্য, গত ০১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ হতে সমগ্র দেশে অনলাইনে পুলিশ কনস্টেবল নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়। উপরে বর্ণিত তিনদিন পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি সহ উক্ত নিয়োগ বোর্ডের সদস্য ও জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত