স্টাফ রিপোর্টার
কাশপ্রিয়া আক্তার সিবা
হত্যা মামলার আসামিদের পাসপোর্ট করে দেওয়ার সাথে জড়িত অসাধু কর্মকর্তাদের চাকরিচ্যুত ও বিচারের দাবিতে গণঅধিকার পরিষদ শেরে বাংলানগর থানা মানববন্ধনের আয়োজন করে।আজ বুধবার বিকাল ৪ টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম ফাহিম বলেন, "জুলাই আগস্টের হত্যা মামলার আসামীদের লুকিয়ে বাসায় গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও চোখের আইরিশ আনা ছাত্র-জনতার রক্তের সাথে বেইমানি করার শামিল। শেখ হাসিনাকে পাসপোর্ট ছাড়া পালিয়ে যেতে সাহায্য করা হয়েছে এবং জুলাই-আগস্ট অভ্যুত্থানে হত্যাকাণ্ডের আসামীদের গোপনে পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগে সাহায্য করে যাচ্ছে হাসিনার স্বৈরাচারের দোসররা। যেখানে সাধারণ মানুষ পাসপোর্ট করতে গেলে পদে পদে হয়রানি হতে হয়,সেখানে টাকার বিনিময়ে একটা গোষ্ঠী অনিয়মের মাধ্যমে এই সুযোগ নিয়ে থাকে। এর সাথে জড়িত রয়েছে পাসপোর্ট অফিসের একটা সিন্ডিকেট। আমাদের স্পষ্ট ঘোষণা কোন সিন্ডিকেটের ঠিকানা পাসপোর্ট অফিসে হবে না। এই ঘৃণিত কাজের সাথে যারা জড়িত তাদের ২৪ ঘন্টার মধ্যে চাকরিচ্যুত করে গ্রেফতার ও শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় ছাত্র-জনতা ফ্যাসিবাদকে সেইফ এক্সিট করে দেয়া এই পাসপোর্ট অফিস অভিমুখে ঘেরাও কর্মসূচি দিতে বাধ্য হবে। এই বাংলাদেশে ফ্যাসিবাদকে যারাই পুনর্বাসিত করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন অব্যাহত থাকবে।
মানববন্ধনে সঞ্চালনায় করেন গণঅধিকার পরিষদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, সহ সভাপতি জাফর মাহমুদ, মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমান, সহ সভাপতি রাকিবুল হাসান,যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইমরান,শেরে বাংলা নগর থানার আহবায়ক জিল্লুর রহমান, সদস্য সচিব আখতারুজ্জামান প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত