প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৮:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ৩:২৫ অপরাহ্ণ
হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা হত্যা-ভাড়াটে খুনী কিলার শাহীন গ্রেফতার
কক্সবাজারের রামু থানাধীন রশিদনগর ইউনিয়নের খাদেমেরপাড়াস্থ রেল লাইনের পার্শ্বে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে থাকা চাঞ্চল্যকর আব্দুল্লাহ-আল-মামুনের ক্লুলেস হত্যাকান্ডের মূল হত্যাকারী ও ভাড়াটে খুনী কিলার শাহীন’কে চকরিয়ার মালুমঘাট এলাকা থেকে র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। গত ০৭ জুলাই ২০২৪ তারিখে কক্সবাজারের রামু থানাধীন রশিদ নগর ইউনিয়নের ৫নং ওয়ার্ডস্থ খাদেমেরপাড়া গ্রামের রেললাইনে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল্লাহ-আল-মামুন (৩০), পিতা-মৃত মোঃ নবী হোসেন, সাং-ঘাটপাড়া খুরুলিয়া, ঝিলংজা ইউনিয়ন, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার নামে এক যুবকের লাশ পাওয়া যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। উক্ত হত্যার ঘটনাটি উদঘাটন এবং ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত শুরু করে।
৩। উক্ত হত্যাকান্ডের রহস্য উন্মোচনে নিহত আব্দুল্লাহ-আল-মামুন এর বন্ধু মোঃ শাহেদ হোসেন’কে সন্দেহের তালিকার শীর্ষে রেখে র্যাব-১৫ গত ০৯ জুলাই ২০২৪ তারিখে তাকে হেফাজতে নেয় এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদে শাহেদ এই হত্যায় মূল পরিকল্পনাকারী হিসেবে নিজের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়াও বর্ণিত হত্যাকান্ডে তার সাথে ঘনিষ্ঠ সহযোগী জিয়াউল হক জিকু ও মোঃ শাহিন’সহ আরো অনেকের নাম উল্লেখ করে।
৪। এরই সূত্র ধরে র্যাব-১৫ এর আভিযানিক দল রামুর গর্জনিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জিয়াউল হক জিকু’কে গ্রেফতারসহ তার নিকট প্রাপ্ত তথ্যের অনুযায়ী উক্ত হত্যাকান্ডের মূল হত্যাকারী ও ভাড়াটে খুনী কিলার শাহীন’কে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব দীর্ঘদিন ধরে ব্যাপক তথ্য অনুসন্ধান এবং ছায়াতদন্ত চলমান রাখে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ০৫ নভেম্বর ২০২৪ তারিখ বিকেল অনুমান ১৬.৪০ ঘটিকার সময় কক্সবাজারের চকরিয়া থানাধীন মালুমঘাট এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মামুন হত্যাকান্ডের মূল হত্যাকারী ও ভাড়াটে খুনী কিলার মোঃ শাহিন প্রকাশ শাহিন ডাকাত (৩৫), পিতা-আলী আহাম্মদ, সাং-মাছুয়াখালী, ০৬নং ওয়ার্ড, থানা-ঈদগাঁও, জেলা-কক্সবাজার’ক গ্রেফতার করতে সক্ষম হয়।
৫। গ্রেফতারকৃত শাহিন’কে ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায় যে, মোঃ শাহেদের সাথে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্পর্ক চলাকালে মেয়েটির আপত্তিকর কিছু ছবি ও ভিডিও মোঃ শাহেদের মোবাইলে ধারণ করে রাখে। পরবর্তীতে সম্পর্কের অবনতি হলে মেয়েটি মোঃ শাহেদের নিকট থাকা তাদের আপত্তিকর ছবি ও ভিডিও গুলো ডিলেট করে দিতে বলে। মোঃ শাহেদ তা অজান্তে আব্দুল্লাহ-আল-মামুন এর মোবাইলে সংরক্ষণ করার জন্য প্রেরণ করে। পরবর্তীতে মোঃ শাহেদ, আব্দুল্লাহ-আল-মামুন এর নিকট মোবাইলে থাকা আপত্তিকর ছবি ও ভিডিওগুলো ফেরত দেয়ার জন্য বললে আব্দুল্লাহ-আল-মামুন তা দিতে অস্বীকৃতি জানায়। আপত্তিকর ছবি ও ভিডিওগুলো আব্দুল্লাহ-আল-মামুন এর কাছ থেকে পাওয়ার জন্য এবং আব্দুল্লাহ-আল-মামুন এর মোবাইল থেকে সেগুলো ডিলেট করার জন্য আপ্রাণ চেষ্টা করে ব্যর্থ হলে মোঃ শাহেদের মনে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এই ক্ষোভ থেকে মোঃ শাহেদ, আব্দুল্লাহ-আল-মামুন’কে মেরে ফেলার মাধ্যমে তার মোবাইল ফোনটি নিয়ে ফেলার পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনা অনুযায়ী কতিপয় সন্ত্রাসীদের সাথে শাহেদ এক লক্ষ টাকার বিনিময়ে জিয়াউল হক জিকু এবং মোঃ শাহিন সাথে চুক্তি করে। চুক্তি মোতাবেক মোঃ শাহিন শাহেদের সাথে পরিকল্পনা করে এক লক্ষ টাকার বিনিময়ে আব্দুল্লাহ-আল-মামুন’কে শ্বাসরোধ করে হত্যা করে বলে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করে।
৬। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজারের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত