প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ১০:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৪, ২:৫২ অপরাহ্ণ
ব্যাগের ভিতরে ইয়াবা-মিছবাহ উদ্দিন রিয়াদ গ্রেফতার
সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডে বিশেষ কৌশলে ব্যাগের ভিতরে ইয়াবা রেখে পাচারকালে ০১ জন মাদক ব্যবসায়ী র্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার
১। বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম হতে ছেড়ে আসা একটি বাসযোগে ০১ জন মাদক ব্যবসায়ী বিশেষ কৌশলে মাদকদ্রব্য বহন করে নিয়ে আসছে। এরই প্রেক্ষিতে ০৪ নভেম্বর ২০২৪ ইং তারিখে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম রোড এলাকায় র্যাব অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন বাস তল্লাশী কালে একটি বাস হতে ০১ জন ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে জানায় যে, বিশেষ কৌশলে তার সাথে থাকা ব্যাগের ভিতরে মাদকদ্রব্য ইয়াবা বহন করেছে। পরবর্তীতে আটককৃত ব্যক্তির স্বীকারোক্তি ও দেখানো মতে তার সাথে থাকা ব্যাগের ভিতর হতে ১৪ (চৌদ্দ) টি সাদা রংয়ের এয়ারটাইপ পলিপ্যাক উদ্ধার করা হয়। উক্ত সাদা রংয়ের এয়ারটাইপ পলিপ্যাকগুলোর ভেতর হতে সর্বমোট ২৭৪৫ (দুই হাজার সাতশত পঁয়তাল্লিশ) পিস মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী আসামী মিছবাহ উদ্দিন রিয়াদ (২০), পিতা-মোঃ ফয়েজ আহাম্মদ, মাতা-ছেনুয়ারা বেগম, সাং-থাইংখালী (রহমতের বাড়ী), ওয়ার্ড নং-০৩, থানা-উঁখিয়া, জেলা-কক্সবাজার ।
৩। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উপস্থিত সাক্ষী ও র্যাব সদস্যদের সম্মুখে আসামী মিছবাহ উদ্দিন রিয়াদ জানায় যে, সে পেশাদার মাদক ব্যবসায়ী। সে অর্থের লোভে দীর্ঘদিন যাবৎ বিশেষ কৌশলে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম থেকে বাসযোগে এসে ঢাকা ও নারায়ণগঞ্জ সহ এর আশপাশের এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামী মিছবাহ উদ্দিন রিয়াদ বিশেষ কৌশলে কলেজ ব্যাগের ভিতর ২৭৪৫ পিস রেখে ছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।
৪। গ্রেফতারকৃত আসামী মিছবাহ উদ্দিন রিয়াদ এর বিরুদ্ধে নিম্মোক্ত মামলা চলমান রয়েছেঃ
ক। চট্টগ্রাম এর সাতকানিয়া থানার ,এফআইআর নং-৬, তারিখ-১৩ আগস্ট, ২০২৩; জি আর নং-২৬৮, তারিখ- ১৩ আগস্ট, ২০২৩; ধারা- ৩৬(১) সারণির ১০(খ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
খ। কক্সবাজার এর উখিয়া থানার, এফআইআর নং-৬৯/৩৭৮, তারিখ-২১ মে, ২০২১; সময়- ০০.৪৫ ঘটিকা। ধারা- ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড-১৮৬০।
৫। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং-০৬, তারিখ-০৪/১১/২০২৪ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (খ) ধারায় মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত