যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে ১৯৮ বোতল ফেনসিডিল সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬। সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৬, যশোর ক্যাম্প জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল মাদকের বড় বড় চালান দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে।
বিষয়টি জানতে পেরে র্যাব-৬, যশোর ক্যাম্প এর একটি আভিযানিক দল উক্ত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও বিভিন্ন স্থানে চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীসহ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৫ নভেম্বর ২০২৪ খ্রিঃ তারিখ রাত ০৩.৫৫ ঘটিকায় র্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন ৫নং পুটখালী ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের জনৈক মোঃ আশরাফুল ইসলাম এর বসত বাড়ির সামনে মাঠপাড়া কাঁচা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
তাৎক্ষণিকভাবে আভিযানিক দলটি ০৫ নভেম্বর ২০২৪ খ্রিঃ দিবাগত রাত ০৪.০৫ ঘটিকার সময় উক্ত স্থানে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যগণ আসামী (i) মোঃ মনিরুজ্জামান (৪৩), পিতা- মৃত জাহান আলী, সাং- পুটখালী পশ্চিমপাড়া (মাঠপাড়া) ওয়ার্ড নং ০৫, থানা- বেনাপোল পোর্ট, জেলা- যশোর’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে তার হেফাজতে থাকা মোট ১৯৮ (একশত আটানব্বই) বোতল মাদকদ্রব্য ফেনসিডিল উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী’কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেনাপোল সীমান্ত হতে উক্ত মাদকদ্রব্য ফেনসিডিল স্বল্প মূল্যে সংগ্রহ/ক্রয় করে দেশের বিভিন্ন জেলায় অধিক দামে সরবরাহ/বিক্রয় করার উদ্দেশ্যে নিজ দখলে রেখেছিলো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত