ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধিঃ ১৪ নং দক্ষিণ ইউনিয়নের(৬নং ওয়ার্ডের) উত্তর গজারিয়া আলাবক্স খানঁ বাড়ির নিবাসী, মরহুম আব্দুল খলিল খানঁ সাহেবের ছোট ছেলে এবং ১৪নং দক্ষিণ
ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সভাপতি, কৃষক দলের যুগ্ন -সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান খানঁ।
গতকাল সোমবার সকাল ৭ ঘটিকার সময় স্টক করে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না- ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২টি কন্যা সন্তান, ও ১ একটি পুত্র সন্তানসহন অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।মিজানুর রহমান কালিবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তার বাজারে নিজস্ব সম্পত্তি ও রয়েছে। মিজানুর রহমান খান বিএনপির একজন গনিষ্ঠ কর্মী ছিলেন। তিনি তার রাজনৈতিক জীবনে বিএনপি’র বিভিন্ন সহযোগী সংগঠনের সাথে জড়িত ছিলেন। আমরা তার বিদায়ী আত্মার মাগফেরাত কামনা করি। সোমবার বাদ আসার মরহুম মিজানুর রহমানের জায়নাজার নামাজ অনুষ্ঠিত হয়। কালির বাজার উত্তর মাথায়।মরহুম মিজানুর রহমানের জানাজার নামাজে রাজনৈতিক নেতৃবৃন্দ,ধর্মীয় ওলামায়ে কেরামগণ স্মৃতিচারণ করেন। পরিশেষে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।