মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার সারাদেশে নিষিদ্ধ হয়েছে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর পলিথিন ব্যাগ , মাঠ পর্যায়ে পলিথিন ব্যাগের ব্যবহার নিয়ন্ত্রণ করতে এরই মধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দেশজুড়ে হাট বাজার ও কারখানায় অভিযান পরিচালনা করা হচ্ছে, চালানো হচ্ছে ভ্রাম্যমান আদালতের অভিযান , তবুও গাজীপুরের বিভিন্ন এলাকা যেমন কালিয়াকৈর,চন্দ্রা, সফিপুর, পল্লী বিদ্যুৎ, কালামপুর সহ আশেপাশের অনেক এলাকায় বন্ধ হয়নি এই অবৈধ পলিথিন ব্যাগ এর ব্যবহার, এইসব এলাকার বিভিন্ন বাজারে কাঁচা বাজার, মাছ বাজার, মুদি দোকান সহ অনেক ব্যবসায়ী ব্যবহার করছে এই অবৈধ পলিথিন ব্যাগ, গতকাল ২ নভেম্বর এইসব এলাকার অনেক বাজারে সরজমিনে ঘুরে এসব তথ্য পাওয়া যায় , বাংলাদেশে আগে থেকেই পলিথিন নিষিদ্ধ ছিল, অন্তর্বর্তীকালীন সরকার আবারও পহেলা নভেম্বর ২৪ থেকে পলিথিন ব্যাগ বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন ,এরই ধারাবাহিকতাই বিভিন্ন জেলায় এই অভিযান পরিচালনা করা অবৈধ পলিথিন জব্দ করা ও পরিবেশ সংরক্ষণ আইনে আর্থিক জরিমানা করা হচ্ছে , তবুও বন্ধ হয়নি এই নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যাগের ব্যবহার , তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকায় পরিবেশ সংরক্ষণ আইনের বাস্তবায়নের যথাযথ ব্যবস্থা করা হোক ।