ভিক্টর বিশ্বাস চিতা স্টাফ রিপোটার
কুষ্টিয়ার খোকসায় মোঃ বাদশা প্রামাণিক(২৯) ও মোঃ আনোয়ার(২৮) নামের দুই অটোভ্যান চোর গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ।
গত শুক্রবার সন্ধ্যায় উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে অটোভ্যান চুরি করার সময় হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ভ্যান চোর মোঃ বাদশা প্রামাণিক উপজেলার গোপগ্রাম দক্ষিণপাড়ার ওমর আলী প্রামাণিকের ছেলে ও মোঃ আনোয়ার ওই গ্রামের দাউদ প্রামাণিকের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গত শুক্রবার সন্ধ্যায় আসামীদ্বয় উপজেলার মালিগ্রাম থেকে ইচলাট গ্রামের মৃত আজাহার শেখের ছেলে মোঃ রফিক শেখের ব্যবহৃত
ব্যাটারী চালিত অটোভ্যান চুরি করার সময় আটক করা হয়।
তিনি আরও বলেন, আসামী মোঃ বাদশা প্রামাণিকের বিরুদ্ধে একাধিক চুরি, মাদক, খুন, অস্ত্র, মারামারিসহ ১৩ টি মামলা রয়েছে। এবং আসামী মোঃ আনোয়ার এর বিরুদ্ধে চুরি ও খুনসহ ০৩টি মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত