ঢাকা সেগুনবাগিচা কচিকাচার মিলনায়তন মেলায় , ১ নভেম্বর ২০২৪:
স্বপ্নের অনুভূতি জাতীয় সাহিত্য পরিষদের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হলো সেগুনবাগিচা কচিকাঁচা মেলা মিলনায়তনে। এই বিশেষ অনুষ্ঠানে সাহিত্যজগতের গুণীজনদের সম্মাননা প্রদান করা হয়, যেখানে দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গবেষকরা অংশগ্রহণ করেন। কবি আমজাদ শ্রাবণ এর সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্য পরিষদের লক্ষ্য ও কার্যক্রম তুলে ধরা হয়।
প্রথম অধিবেশন:
প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক জাহিদুল ইসলাম জাহিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক দেশজগত পত্রিকার সম্পাদক, কবি ও গবেষক মাহমুদুল হাসান নিজামী। অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহাম্মদ আব্দুল খালেক লিটন, এবং প্রধান আলোচক ছিলেন কবি ও সংগঠক মুহা. আমির হোসেন।
বিশেষ অতিথিরা:
তানিয়া শারমিন তানিশা (কবি ও ইসলামিক গবেষক), ফারহানা আহম্মেদ পলি (কবি ও সাহিত্যিক), মোস্তফা কামাল পাশা (কবি ও সাহিত্যিক), শেফালী হোসেন (কবি ও সাহিত্যিক), এম এম মোতাহার হোসেন (কবি ও সাহিত্যিক), শামীম মিয়া (কবি ও সাহিত্যিক), জালাল উদ্দিন জীবন (গীতিকার ও কবি), এবং হেলাল আহম্মেদ শান্ত।
দ্বিতীয় অধিবেশন:
দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক কাজী নজরুল ইসলাম ধলু। প্রধান অতিথি ছিলেন ড. জাহাঙ্গীর আলম রুস্তম (কবি ও পরিবেশ বিজ্ঞানী), আর উদ্বোধন করেন সারোয়ার উয়াদুদ চৌধুরী, মুখপাত্র দূর্নীতি বিরোধী সমন্বয় কমিটি। প্রধান আলোচক ছিলেন এবি এম সোহেল রশিদ।
বিশেষ অতিথিরা:
মোসলেহ উদ্দিন (কবি ও সংগঠক), সেলিনা হোসেন (কবি ও সংগঠক), এম এ হালিম (কবি, উপন্যাসিক ও কলামিস্ট), সাইফ সাদী (কবি ও নজরুল গবেষক), সাইফুর রহমান মিনা (কবি ও সংগঠক), দেলোয়ার (কবি ও সংগঠক), হাসিনা মমতাজ হাসি (কবি ও আবৃত্তি শিল্পী, অতিরিক্ত পরিচালক, বাংলাদেশ ব্যাংক), গাজী মোঃ আব্দুল আলীম (কবি ও সংগঠক) এবং কবি শাহজাদা রিদওয়ান।
স্বপ্নের অনুভূতি জাতীয় সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা কবি শাহজাদা রিদওয়ান সাহিত্যকে ভালোবেসে পরিষদটি প্রতিষ্ঠা করেন, যা সাহিত্যের উন্নয়ন এবং প্রগতির জন্য নিবেদিত। পরিষদের পক্ষ থেকে বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও কবি তানিয়া শারমিন তানিশা কে কবিতা ও গানে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কবিতায় অবদানের জন্য নির্বাচিত কবিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত