মিরপুর (কুষ্টিয়া) থানা পুলিশ কর্তৃক অপহরণ মামলার এজাহার নামীয় ০১ (এক) জন আসামি গ্রেফতার….
শুক্রবার (০১ নভেম্বর’২৪ খ্রি.) তারিখে সম্মানিত পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ সুপার,মিরপুর সার্কেল, কুষ্টিয়া এর সার্বক্ষণিক তদারকি ও দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, মিরপুর থানা কুষ্টিয়ার নেতৃত্বে মিরপুর থানার একটি আভিযনিক দল বিশেষ অভিযান পরিচালনা করে মিরপুর থানার মামলা নং-২৫ তাং ২৯/১০/২৪, ধারা-নাঃশিঃনিঃ দমন আইন ৭/৩০ এর এজাহার নামীয় আসামি ১। মোঃ আরিফুর রহমান, পিতা-মোঃ ইসমাইল, গ্রাম- সাতবাড়িয়া,থানা- ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করেন।