জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের ০১ টি সফল অভিযানে
০২ টি বার্মিজ চাকু এবং ০১ টি মোটরসাইকেল উদ্ধার সহ গ্রেফতার-০৩ জন
অভিযান-০১
(০১ নভেম্বর ২০২৪খ্রিঃ) পুলিশ পরিঃ(নিঃ)/ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার এর দিক নির্দেশনায় ডিবি যশোরের এসআই(নিঃ)/ মোঃ আরিফুল ইসলাম, এসআই(নিঃ)/ রাজেশ কুমার দাশ, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহিন ফরহাদ, এএসআই(নিঃ)/ মোঃ মোজাম্মেল হোসেন, এএসআই(নিঃ)/ সৈয়দ শাহিন ফরহাদ ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া উক্ত তারিখ রাত্র ২১.৩৫ ঘটিকার সময় যশোর কোতয়ালী মডেল থানাধীন যশোর পৌরসভাস্থ রেলগেট তেতুলতলার উত্তর পাশে জনৈক মোঃ আমিনুর রহমান এর এস.এস.থাই এ্যালুমিনিয়াম এন্টারপ্রাইজ দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী ১। মোঃ নাবিল(২০), পিতা-মোঃ তরিকুল ইসলাম, মাতা-মুক্তা বেগম, সাং-ঘোষপাড়া ৪নং ওয়ার্ড, ২। মোঃ দিনার সরকার(২০), পিতা-মোঃ আহাদ আলী @ দুলু সরকার, মাতা-কাজলী বেগম, সাং-ঘোষপাড়া ৪নং ওয়ার্ড (ভাসমান), ৩। মোঃ আলামিন শেখ(২০), পিতা-মইন শেখ, মাতা-জাহানারা বেগম, সাং-ঘোষপাড়া ৪নং ওয়ার্ড, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-যশোরদেরকে ০২ (দুই) টি বার্মিজ চাকু এবং ০১ টি মটরসাইকেল সহ গ্রেফতার করেন। এ সংক্রান্তে এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী থানায় এজাহার দায়ের করেন।