স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঈদগাঁওতে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১লা নভেম্বর) সকাল ১০টায় ঈদগাঁও জাহানারা বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আলোচনা সভা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াসের সভাপতিত্বে ও ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহজালাল মুনিরের সঞ্চালনায় যুব উন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা বক্তব্য রাখে ঈদগাঁও থানা ওসি মুছিউর রহমান ডাক্তার তৃণা সাহা,সংবাদকর্মী মোঃ ওসমান গণি (ইলি) ও সমন্বয়ক নাহিদুল আলম শাহিন। উক্ত অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সুবল চাকমা বলেন,যুব উন্নয়নে অধিনে ৪১টি প্রশিক্ষনের ব্যবস্থা আছে। যুব উন্নয়ন মন্ত্রণালয় মূলত দেশের বেকার যুবক পুরুষ ও মহিলাদের নিয়ে কাজ করে। বেকার যুবক পুরুষ ও মহিলাদের জেলা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট ও ঋণ প্রদান করা হয়। তারা তাদের এ ঋণ গ্রহণের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারবেন বলে আশা করেন।